প্রিয় বেটকানি,
এই চিঠি দিবসে তোকে নিয়ে লিখতে বসলাম ।😊 কি আর বলব। তুই তো সবকিছুর ঊর্ধ্বে।তোর সাথে যখন থেকে পথচলা শুরু যেমন ছিলি তেমনি আছিস্। আমি চাই সবসময়ই এমনি করে থাক। তুই হচ্ছিস আমার বিপদে বুদ্ধি দেওয়ার মাধ্যম।তোর সাথে থাকলে দুঃখি মন আমার ভালো হয়ে যায়। আমার পাগলামো কথা গুলো শুনার মতো তুই আছিস্।এই পাগলামি গুলো সারাজীবন শুনার জন্য থেকে যাস্,,প্লিজ!!যেমনটি ছোটবেলা থেকে একসাথে আছি মোরা তেমন করে বাকি পথ চলতে পারি যেন। কখনো কোন মন খারাপ 😐 হওয়ার মতো কাজ দুজনের মাঝে না হয় । এই প্রার্থনাই করি সবসময়ই। ভালোভাবে যেন যায় আমাদের আগামী পথ চলাও। 👭💞।
ইতি
তোর বান্ধুপী ,
😊😊😊 《_》💖
লেখক: ঊর্মি
যার উদ্দেশ্যে লেখা: মিত্রা