প্রিয়তমা,
ভেবেছি একটি প্রেমপত্র লিখবো তোমায়, তবে পাঠাবো না তোমায়। তোমার আমার মাঝে আর সেই ডাকপিয়ন টা নেই। তোমার দেয়া প্রতিটি মুহূর্ত এই পত্রে তুলে ধরতে চাই, তোমার সাথে কাটানো প্রতিটি সুন্দর সময়কে মনের গহীনের ক্যানভাস করে এঁকে রাখতে চাই। আমার মন টাতে শ্যাওলা পড়ে গেছে। মাঝে মাঝে স্মৃতিচারণা করি কি সুন্দর সময় ছিলো আমাদের দুজনার। কিছু ভুল সব কেমন কাল বৈশাখী ঝড়ের মতো লণ্ডভণ্ড করে ফেললো। আমি বেজায় বেকার এক মানুষ প্রিয়তমা, আমার সাধ আছে সাধ্য নেই।
আমার খুব ইচ্ছে ছিল সব কিছু আবার নতুন করে গড়ব কিন্তু ভেঙ্গে যাওয়া ঘর কি আর আগের মতো হয় বলো? আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমার প্রতি ভালোবাসা বিদ্যমান। আমার কাছে রাতের বেলা টা হলো প্রেম, আর তারা গুলো ভালোবাসা।
এখন আমাদের জীবনে সেই রাত টা নেই কিভাবে তারা দেখবে তুমি বলো? তোমার কারণে অকারণে হাত ধরে থাকা, তোমাকে করা বিদায় বেলার আলিঙ্গন আর শেষ চুম্বন সব কিছুই অনেক বেশি মনে পড়ে। জানি না সেগুলো জীবনে আর ফিরে আসবে কি না। তবে তোমার জন্য থাকা অনুভূতি গুলো বাক্স বন্দী করে রেখে চাবি টা অতল সমুদ্রে ফেলে দিয়েছি।
ইতি,
তোমার……………
