আমাদের সম্পর্কে- সোমার ডায়েরী

সালটা ২০২০। মে মাসের ২৯ তারিখ। প্রিয়জনকে বলতে না পারা অসংখ্য মনের না বলা অভিব্যক্তি প্রকাশের মাধ্যম হিসেবে পথচলা শুরু উড়োচিঠি ম্যাগাজিনের। শুধুমাত্র চিঠি আকারে আপনার মনের কথা লিখে পাঠান আমাদের। আবেগ মাখানো সেই চিঠির ভাষা প্রকাশ করবে সোমার ডায়েরী। দিতে পাবেন প্রিয়জনের ফোন নাম্বার। সেক্ষেত্রে আপনার চিঠির ব্যাপারে আপনার প্রিয়জনকে পাঠানো হবে ম্যাসেজ। আর তাই লিখে ফেলুন আপনার মনের কথা আর পাঠিয়ে দিন আমাদের কাছে…

“উড়োচিঠি অনলাইন ম্যাগাজিন” এ আপনার লেখা চিঠিটি প্রকাশের পর আপনার প্রিয়জনের মোবাইল ফোনে এস.এম.এস এর মাধ্যমে আপনার লেখা চিঠির ব্যাপারে তাকে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

আমাদের পাঠানো এস.এম.এস এর ফরমেট : হ্যালো সোমা (আপনার প্রিয়জনের নাম), আপনার একজন প্রিয় বন্ধু আপনাকে নিয়ে লেখা একটি চিঠি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আপনাকে নিয়ে লেখা চিঠিটি পড়তে আমাদের ওয়েবসাইট এর চিঠির বাক্স পাতাটি (www.urochithi.somardiary.com/magazine) ভিজিট করুন। ধন্যবাদ।

চিঠির আইডি: #00

*উড়োচিঠি ম্যাগাজিন*

জি হ্যাঁ। চিঠির ভাষা অবশ্যই বাংলা হতে হবে। আর মিনিমাম ১০ লাইন বা তার বেশি যত ইচ্ছা লিখতে পারবেন। খুব ছোট (২-৩ লাইন) এর লেখা আমরা প্রকাশ করিনা।

আমাদের ওয়েবসাইটের মেনু বার থেকে সিলেক্ট করুন “লেখা জমা দিন” অপশানটি। সেখানে আপনার লেখা জমা দেওয়ার জন্য খুব সহজ ব্যবস্থা করা আছে। নিচে ছবির মাধ্যমে বিস্তারিত বুঝানো হয়েছে। ধন্যবাদ।

স্টেপ ১:

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.somardiary.com) ভিজিট করুন ও কর্ণার এ মেনু বাটনে ক্লিক করুন।

স্টেপ ২:

মেনু ওপেন হলে সেখান থেকে “লেখা জমা দিন” অপশানটিতে ক্লিক করুন।

স্টেপ ৩:

এখন নির্ধারিত ফরম পূরণ করুন।

blank

স্টেপ ৪:

ফরম পূরণ করা শেষ হলে “SUBMIT” সাবমিট বাটনে ক্লিক করুন।

blank

হ্যালো সোমা (আপনার প্রিয়জনের নাম), আপনার একজন প্রিয় বন্ধু আপনাকে নিয়ে লেখা একটি চিঠি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। আপনাকে নিয়ে লেখা চিঠিটি পড়তে আমাদের ওয়েবসাইট এর চিঠির বাক্স পাতাটি (www.somardiary.com/magazine) ভিজিট করুন। ধন্যবাদ।

চিঠির আইডি: #00

*উড়োচিঠি ম্যাগাজিন*

উড়োচিঠি অনলাইন ম্যাগাজিনে লেখা দিতে নিচের বাটনে ক্লিক করুন

cool good eh love2 cute confused notgood numb disgusting fail