Article

(#1) আমিও তো তোমাকে ছারা অসম্পূর্ন

প্রিয়.

প্রেমপত্র বলতে যেটা বোঝায় হয়তো আমার চিঠিটা তেমন হবে না তবুও একটা চিঠি তোমাকে নিয়ে লেখা আমার কাছে খুব কঠিন না।কারন তোমাকে নিয়ে আমার অনুভুতির কথা কখনো লিখে শেষ করতে পারব না। আমি জানি আমার লেখা চিঠিটা কখনো তোমার কাছে পৌছাবে না।তবুও মনকে কিছু শান্তনা দেওয়া যাবে এজন্যই লেখা। জানো কলেজে প্রথম যেদিন দেখেছিলাম তোমায় সেদিনি আমার ভেতর একটা অন্যরকম অনুভূতির হাওয়া বয়ে গিয়েছিল। তখন বুঝিনি এটাই আস্তে আস্তে ভালবাসায় রুপ নিবে। সেটা বুঝলে আজ আমাকে হয়তো এই চিঠিটা লিখতে হতোনা। তুমি হয়তো জানোনা ক্লাসে আমি প্রতিদিন যেতাম শুধু তোমাকে দুর থেকে একবার দেখার জন্য। যতক্ষন তুমি ক্লাসে থাকতে আমিও ঠিক ততক্ষনি ক্লাসে থাকতাম এটা হয়তো কখনো তোমার চোখে পড়েনি। জানো যেদিন প্রথম শুনলাম তোমার রিলেশন আছে এবং ছেলেটাকেও আমি চিনি। সেদিন ততটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছিলাম যেদিন শুনলাম তোমার নিজের বাসাতেই তোমরা দুজন ভালবাসার সবচেয়ে অপবিত্র শারীরিক সম্পর্ক করেছো এ কথাটা শুনে। জানো আমি তখন চারিদিকে হাতড়েও কোন আলো খুঁজে পাইনি। এখনো তোমরা ভাল আছো সুখে আছো। আমিও চাই তোমরা আজীবন সুখে থাকো। যখন তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বলে তখন আমার না খুব কষ্ট হয়। তোমরা সুখে আছো আমিও সেটাই চাই তাইতো কখনো তোমার সাথে কথা বলিনি।বলিনি তোমাকে কতটা ভালবাসি। কিছু কথা না হয় না বলাই রয়ে থাক। জানোতো গত তিনটি বছর কেটে গেছে তোমার জন্য আমি একটা রাতো ঠিক মতো ঘুমাতে পারিনি। তবে সে জন্য তোমার কোন দোষ নেই।আমি কখনো তোমাকে অভিশাপ দেইনি কেননা তোমাকে আমি আগের মত এখনো ভালবাসি। এত কিছু জানার পরেও তোমার উপর আমার কোন ঘৃনা জমেনি কেননা তোমাকে আমি এখন আগের থেকে আরো বেশি ভালবাসি। আজ একটা কাজ আছে, ডাক দিল আম্মু। এখনো খাওয়া হয় নাই। দুপুর বারোটা বাজে এখন যেতে হবে। যেখানেই থেকো ভাল থেকো। চিঠিতা আম্মুর ডাকের কারনে সম্পুর্ন হলোনা। থাক না কিছু চিঠি অসম্পূর্নই। আমিও তো তোমাকে ছারা অসম্পূর্ন। তবুও বেচে আছি আমার চিঠিটাও বেচে থাকবে।

ইতি,
তোমার কেউনা।

cool good eh love2 cute confused notgood numb disgusting fail