প্রিয় চিত্র শিল্পী,
কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। ইদানিং আপনার আঁকা গুলো দেখে খুব ভালো লাগলো 😍। রিকশা আর সমুদ্রের আঁকা সাথে ক্যাপশন টা খুব বেশি সুন্দর হয়েছে🥰। আর এই আঁকা গুলো দিয়ে আপনার “oxigen for khishoregong” ও প্রযেক্ট সহায়তা করার কাজ সত্যি খুব প্রসংশনীয়।
শুনেছি শিল্পীদের মন অনেক বড় হয়। তারা অনেক উদার ও সহানুভূতিশীল হয়ে থাকে। আর আপনি তো ডাক্তার শিল্পী দুটোই। তাই আপনার মন এত সুন্দর চিন্তা চেতনা আসে। আমি ও চাই কিন্তু সুযোগ আর সামাথ্য হয়ে উঠে না। তবুও যা পারি করতে চেষ্টা করি সবসময়। একটা ছবি কেনার খুঊব ইচ্ছা ছিল কিন্তু সামর্থ্য হয়নি 😞। চেষ্টা করব পরে কোন এক সময় কেনার। দিবেন তো আমাকে একটা?
ভাল থাকবেন। সাবধানে থাকবেন। নিজের খেয়াল রাখবেন। মাঝে মাঝে বিরক্ত করতে চলে আসি, রাগ করেন কি?
” অগ্রিম শুভ বন্ধু দিবস” । আপনি আমাকে চিনেন না তাতে কি আমি আপনাকে বন্ধু মনে করি। তাই ইউশ ও করলাম 😊।
ইতি
অপরিচিতা।
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
