প্রিয়,
এই ভাবে চলে যাবে কোন দিন ভাবতে ও পারি না। ঐদিনেই যে তোমার সাথে আামার শেষ দেখা বুঝতেই পারি না। শুধু চুপ করে শুনেছিলাম তোমার বলা কথা গুলো আর চেয়ে শুধু তোমাকেই দেখছিলাম।তুমি কি দেখো নাই আমার ভিতরে লুকিয়ে থাকা চাপা কান্না। নাকি দেখে ও না দেখা ভান করে চলে গেলে শুধু প্রয়োজন শেষেে।আমার অপরাধ কি ছিল বল তোমাকে ভালোবেসেছিলাম এইটার জন্য আমাকে এতো বড় সাজা দিলে।ভুলে গেছো হয়তো তোমার বলা প্রতিটি কথা। কিন্তু কখনো কি ভেবেছিলে তোমার বলা কথা গুলো কারো বেঁচে থাকার আশা হবে। তোমার কি তাই না প্রয়োজন শেষে বলে দিলে,””এই বার আমার যেতে হবে”” শুধু শুনছিলাম কিন্তু বলতে পারি নাই কিছুই।
ভালো থেকো।
ইতি
তোমার…..
লেখকের নাম: বিথী মৃধা
যার উদ্দেশ্যে লেখা: ওমর ফারুক তানভীর
