Article

(#23) খুব জানতে ইচ্ছে করে তুমি কি সত্যি সব কিছু ভুলে গেছো

প্রিয়,

আজকে তোমাকে ভীষণ মনে পরছে আমার।তোমাকে ভুলতে পারিনি আজও।খুব জানতে ইচ্ছে করে তুমি কি সত্যি সব কিছু ভুলে গেছো।তবে আমি কেন পারি না বল না।তাহলে কি শুধু আমি একাই তোমাকে ভালোবেসেছিলাম, বল আমাকে? তুমি বলতে আমাকে ঠকানো যাবে না, মনে পরে কি তোমার সেই কথা গুলো বলো না কি দোষ ছিলো আমার? তুমি তো সবই জানতে বলো তুমি ছাড়া আমার আপন আর কেউ ছিল না।তবে কেনো আমাকে এতোটা পর করে দিলে বলো না? তোমার বুকটা কি একবারোও কি কাঁদে না আমার জন্য যে মেয়েটা তুমি যা বলতে তাই মেনে নিত সেই এখন কেমন আছে? এতো পাষাণ কও করে হলে বলো না?কি না করছিলাম বলো তো তোমার জন্য বিনিময়ে তুমি কি দিলে আমাকে বলো না।শুধু একটু ভালোবাসা আর সব সময় তোমার কাছে থাকতে, এইটা কি খুব বেশি চাওয়ার ছিলো আমার বলো না?জানো তোমার সেই কাল্পনিক পরি মনে আছে তো তোমার যার সাথে তুমি রাতে কথা বলতে এখন আমি তোমার সেই পরির সাথে কথা বলি।তুমিও কি কথা বলো পরির সাথে?আচ্ছা তোমার একবার ও কি ইচ্ছে করে না আমার সাথে কথা বলতে?একটু কি কষ্ট হয় না তোমা? খুব জানতে ইচ্ছে করে।জনো আমি মাঝে মাঝে সেই জায়গায় গুলোতে যাই আর তোমার স্মৃতিগুলোর সাথে কথা বলি।তোমার মনে আছে বলতে যে তোমার চোখের পানি আমি দেখতে পারব না।আর আজ হাজারো চোখের পানি জড়ে আমার শুধু তোমার মিথ্যা ভালোবাসা জন্য।সব চেয়ে বড় কথা কি জনো তোমাকে দেওয়া জায়গাটা আগের মতই আছে ঐ জায়গাটা শুধু তোমারই আছে।এখনো তোমার অপেক্ষাতে আছি।কবে বলবে বিথী তুমি কেমন আছো।বলো না? আমি কবে তোমাকে ফিরে পাবো? কবে এই অজস্র চোখের পানি শেষ হবে বলো না আমাকে?

তোমার
অভিযোগ

 

লেখকের নাম: বিথী মৃধা

যার উদ্দেশ্যে লেখা: ওমর ফারুক তানভীর 

cool good eh love2 cute confused notgood numb disgusting fail