Article

(#44) জানো তুমি চাইলেই আমার শরতের শিশির ভেজা শিউলি হতে পারতে

মরিচীকা,

প্রিয় আর অপ্রিয়ের মাঝে যে মানুষটার অবস্থান তাকে চিঠির শুরুতে ঠিক কি বলে সম্বোধন করতে হয় আমি শিখিনি কোথাও।

আমি তোমাকে শুধু আমার প্রিয় মানুষ নয় আমার সবচেয়ে প্রিয় একটা ফুলদানি করতে চেয়েছি যে ফুলদানিটা আমি রোজ গোলাপ দিয়ে সাজাবো। তুমি আমার কাছে জানতে চেয়েছো কেনো আমি তোমাকে ভালোবাসি তবে এই প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমি সত্যি বলতে পারবো না কেনো আমি তোমাকে ভালোবাসি। তবে ভালোবাসি এই কথাটি বিন্দু পরিমাণও মিথ্যা নয়। তুমি আমাকে বলেছো আমি তোমার কেউ না কোনো আত্মীয় ও না তুমি আমাকে চিনোনা আমিও তোমাকে না তবে কেনো? আচ্ছা, আমাকে একটু জানিও ভালোবাসতে ঠিক কতোটা নিজের হওয়া লাগে?
তুমি আমাকে বিকৃতমনা আখ্যা দিয়েছো। আমি পাগল। আচ্ছা আমার পাগলামিগুলোই শুধু তোমার চোখে পড়ে আমার ভালোবাসাটা দেখতে পাওনা।??

জানো তুমি চাইলেই আমার শরতের শিশির ভেজা শিউলি হতে পারতে। যাকে আলতো ছুঁয়ে আমি ভালোবাসা কুড়িয়ে নিতাম। তুমি চাইলেই আমার অসমাপ্ত ধ্বংসাবশেষ গল্পটাকে নতুন রূপে সাজাতে পারতে। তবে তুমি তা না করে আমাকে so called prostitute এর কাতারে নামিয়ে দিয়েছো।কি সুন্দর অবলীলায় বলে দিয়েছো আমি তোমাকে বাধ্য করেছি আমার সাথে কথা বলতে!
জানো খুব অল্প সময়ের মধ্যে তুমি আমার আদ্যোপান্ত গড়ে তোলা একটা সংসার হয়ে উঠেছিলে। একান্ত ব্যক্তিগত একটা ঘর করতে চেয়েছিলাম তোমাকে যে ঘরে শুধু আমার অধিকার থাকবে। তুমি আমার একটা শক্তপোক্ত ছাদ হয়ে উঠেছিলে যে ছাদের নিচে হাজার ঝড়ঝাপটায় আশ্রয় খোঁজা যায়।

আমি খুব করে তোমাকে ভালোবাসতে চেয়েছি। আমি চেয়েছি একটা ঘর হোক আমাদের -ছোট্ট একটা ঘর, তোমার আমার একটা ছবি হোক, তোমার আমার মাঝে ছোট্ট একটা বালিশ হোক, ছোট্ট একটা আঙ্গুল আধো বোলে বাঁধুক আমাদের। এইটুকুন চাওয়া ছিলো।

আমি আসলে তোমাকে আঁকড়ে ধরতে চেয়েছি, পরম নির্ভরতায় তোমার মাঝে আশ্রয় খুঁজেছি। আর তার বিনিময়ে তুমি আমাকে একরাশ যন্ত্রণা উপহার দিলে! তোমার কাছে তো সবকিছু টাকা – পয়সা, রূপ – গুণ আর যোগ্যতা দিয়ে বিচার হয় আর আমি তোমাকে ঘিরে হাজারটা স্বপ্ন সাজিয়ে ছোট ছোট বায়না, খুনসুটিতে অসীম সুখ কিনতে চেয়েছি যার বিনিময় টাকা দিয়ে মেটানো সম্ভব হবে না।

তোমাকে বিপদে ফেলা অথবা বলীর পাঠা করার স্পর্ধা আমার নেই বুক কাঁপবে। তবে আমার এই নিষ্পাপ ভালোবাসাকে যে তুমি বিপদ বলে আখ্যা দিবে এটা কল্পনাতীত। আমাকে অপরাধীর তকমা লাগিয়ে দেওয়ার অপরাধে তোমাকে ঘৃণা করা উচিৎ কিন্তু ঘৃণা করতে পারছি না। তোমাকে ঠাটিয়ে দুটো থাপ্পর মারা উচিৎ তবে সেটাও পারবো না কারণ সবশেষে ভালোবাসি তোমায়। আর ভালোবাসার মানুষকে কখনো অপরাধী করতে নেই তাদেরকে শুধু ভালোবাসতে হয় অন্তর ও আত্মা দিয়ে তাই তোমাকে ভালোবাসার সব অপরাধের দায় আমার।

ভালো থেকো তুমি তোমার ভালো লাগায়। আর হ্যাঁ, আমার অভিশাপে নয় তুমি আজীবন বেঁচে থাকবে আমার নিষ্পাপ ক্রন্দনরত মোনাজাতের গভীর প্রার্থনায় ❤
ভালোবাসি খুব বেশি …….

ইতি –
তোমার অবহেলা 💔

 

লেখকের নাম: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: নূর মোহাম্মদ চঞ্চল

cool good eh love2 cute confused notgood numb disgusting fail