Article

(#19) জীবনের শেষ দিনটা পর্যন্ত দেখতে চাই তুমি আমাকে ঠিক কতোটা যন্ত্রণা দিতে পারো

আবির,

তুমি আত্মার অস্তিত্বে বিশ্বাস করো আর নাই করো জেনে রেখো মৃত্যুর পরেও আমি তোমার কাছাকাছিই থাকবো। আমি জানি, তুমি আবির নও। এই পুরো পৃথিবীর কাছে তুমি সজীব কিন্তু আমার কাছে তুমি আমার আবির। শুধু আমার আবির। জানো আমি পুরো সত্যিটা জানার পরেও কেনো এখনো তোমায় আবির নামেই ডাকি?? কারণ আবিরের কাজ হচ্ছে জীবনকে ভালোবাসায় রাঙিয়ে দেওয়া আর আমি আজও একবুক আগ্রহ নিয়ে এটাই বিশ্বাস করি যে তুমি আবির নামের মর্মার্থ বুঝে ঠিক সেভাবেই আমাকে আলোকিত করবে। আবির আমি তোমার কাছে এক জীবনে অনেক কিছু পেয়েছি যেগুলো আমি চিন্তা-ও করতে পারিনি তবে যেটা পাইনি সেটা হচ্ছে নির্ভরতা। হুম আবির, জানো আমি তোমার কাছে এমন একটা সম্পর্ক চেয়েছি যেখানে অধিকারের চেয়ে সম্মান অনেক বেশি থাকবে,আমি এমন একটা সম্পর্ক চেয়েছি যেখানে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি না থেকে একটাই প্রতিশ্রুতি থাকবে আর সেটা হলো জীবনের কোনো পরিস্থিতিতে আমরা দুজন কেউ কাউকে ছেড়ে যাবো না। পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে থাকবে আমাদের সম্পর্ক। আবির, আমি তোমাকে কেনো এতোকিছুর পরেও ছেড়ে যাইনি জানো?? কারন আমি জীবনের শেষ দিনটা পর্যন্ত দেখতে চাই তুমি আমাকে ঠিক কতোটা যন্ত্রণা দিতে পারো কতোটা ঠকাতে পারো আমাকে। আমি জানি তুমি কখনো আমার অনুভূতিগুলোর মূল্য দিবে না আমার কোনো ইচ্ছাকে তুমি প্রাধান্য দিবে না। তাও তোমার কাছে ছোট্ট একটা আবদার করবো আর সেটা হচ্ছে প্লিজ আমাকে এতোটা সস্তা করে আগ্রহশূন্য করে ছেড়ে দিও না কারণ তোমার জায়গাটা অন্য কাউকে দিয়ে রিপ্লেস করা যাবে না! হুম তোমার মুখের দিকে তাকিয়ে তোমার মুক্তির জন্য আমি ভয়ংকর একাকিত্ব মেনে নিয়ে তোমাকে মুছে ফেলতে পারবো তবে দিনশেষে তোমাকে অস্বীকার করার সাধ্য আমার নাই। আমি শুধু এটুকুই বলবো প্লিজ তুমি আমার ভাগ্যরেখায় একটা কাছের মানুষ হয়ে যাও যার মাঝে আমার সমস্ত মন খারাপ অভিমান সরিয়ে দেওয়ার সমস্ত ক্ষমতা আছে।।

ইতি-

তোমার অভিযোগ

 

লেখকের নাম: মেঘ

যার উদ্দেশ্যে লেখা: Kebriya Sikder Sajeeb

3700 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail