Article

(#18) তুমিহীন তুমিময়তায় হৃদয়ের বাম অলিন্দে আজও এক অসহ্য তীব্র শূন্যতা

প্রিয়,

আমার ভালোবাসা নিও। জানি ভালো আছো। আজ তোমাকে অনেক বেশি মনে পড়ছে তাই মনের সব না বলা কথাগুলো তোমাকে বলার ছোট্ট অভিপ্রায়।

এই ছোট্ট একটা উপশহরের প্রতিটা অলিগলি রাস্তাঘাট মানুষজন সবাই অদ্ভুত ভাবে অবিশ্বাস করে তুমি আমার কেউ না। হুম আসলেই আমিও বিশ্বাস করিনা যে তুমি আমার কেউ না।
আজ আমাদের সম্পর্ক থাক কিবা না থাক আমার অনুভূতি গুলো আজও একইরকম আছে তাই তুমি আজও আমার সবচেয়ে বেশি প্রিয় এবং ভালোবাসার মানুষ। তুমি আমাকে ছেড়ে যেয়ে সুখী আর আমি আজও তোমার শেষ হয়ে যাওয়া ধ্বংসাবশেষ স্মৃতি আঁকড়ে থেকে তোমাকে ভালোবাসে। তোমার এড়িয়ে যাওয়ার কারণ খুঁজে পাইনি তবে তোমার জন্য আজও বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করি প্রতিনিয়ত। তুমিহীন তুমিময়তায় হৃদয়ের বাম অলিন্দে আজও এক অসহ্য তীব্র শূন্যতা অনুভব করি। তুমি কোনো কারণ ছাড়াই বিচ্ছেদ চেয়েছো আর আমি তোমাকে এক সমুদ্র ভালোবেসেও তোমার সুখের কথা চিন্তা করে তোমার থেকে দূরে চলে গেছি।
জানো তোমাকে ফিরে আসার জন্য কখনো কোনো জোর করবো না তবে তুমি চাইলে ফিরতে পারো আমার মনে তোমাকে নিয়ে কোনো কিন্তু থাকবে না বরং সেই প্রথম দিনের অনুভূতি থাকবে।
তুমি বলেছিলে বলেই আমি আজও তোমার জন্য অপেক্ষা করি।

জানো পুরো শহরটাই আগের মতো আছে শুধু বদলে গেছে আমাদের সম্পর্ক। আজ আমি তোমার জীবনের কোথাও নেই কিন্তু তুমি আজও আমার সবটা জুড়ে।আজও তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন সাজানো। আমাকে এই ধ্বংসস্তূপ থেকে নিয়ে নতুন জীবন তুমিই দিতে পারো। তুমিই পারো আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে।
বড্ড বেশি ভালোবাসি তোমাকে।

 

ইতি-
তোমার অপ্রিয়

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: Raju Ahammed Sabuj

2975 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail