Article

(#12) তোমার আকাশে একমাত্র চাঁদ হবার খুব ইচ্ছে ছিল কিন্তু তোমার আকাশ যে মেঘে ঢাকা

প্রিয়,
যে কথা হয়ে ওঠেনি বলা, সে কথা তোমার অন্তরেই রয়েছে গাঁথা, উপলব্ধি করতে পারো যদি কখনো বুঝবে এ মনে কতটা জায়গাজুড়ে ছিলে। এ মনের উর্বরজমিনে শুধু তোমা কেন্দ্রীক কল্পনার চাষ যেখানে ফুটে আছে অসংখ্য সম্ভাবনাময় স্বপ্ন-সম্ভার। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একেকটি কল্পনা, স্বপ্ন আর অনূভুতি কিন্তু অসীম থেকে অসীমতর তার সীমা পরিসীমা। তোমার রাজ্যে রাণী হবার ইচ্ছে ছিল, তোমার আকাশে একমাত্র চাঁদ হবার খুব ইচ্ছে ছিল কিন্তু তোমার আকাশ যে মেঘে ঢাকা, কুয়াশাচ্ছন্ন ভীষণ বাস্তবতার বেড়াজালে আটকে দিলে সব.. আমার আমি আজ অস্তিত্বের সংকটে, শুধু শুধু তোমাকেই খুঁজে ফিরি আমি যে তোমারই ভালোবাসার ভিখিরিনী, স্বপ্নের ফেরিওয়ালা, একটুখানি আদরের কাঙাল আজ এলোমেলো বুলিতে হয়ত বোঝাতে পারবনা সব কথা মনের, কিন্তু তুমি যে কতটা জায়গাজুড়ে আছো তা একমাত্র আমার মনই জানে। অব্যক্ত অনুভূতির কথাগুলো বরাবরই ব্যক্ত করার অনর্থ চেষ্টা চালিয়ে মাঝে মধ্যে তোমায় বিব্রত করার জন্য দুঃখিত! পারলে ক্ষমা করে দিও, ভালো থেকো, ভালোবাসা নিও ।

ইতি,

কেউ একজন

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: মোহাম্মদ মিজানুর রহমান

cool good eh love2 cute confused notgood numb disgusting fail