সোমা,
আজ অনেকদিন পরে তোকে চিঠি লিখছি। কেমন আছিস এটা আর তোকে জিজ্ঞেস করবনা। কারণ আমাকে ছাড়া যে তুই সবসময় ভাল থাকিস এটা আমি জানি।যাই হোক। আজ হঠাৎ মনে পড়ছে তোর রেখে যাওয়া মিথ্যা আশ্বাশ গুলা। আচ্ছা সত্যি করে বলবি, খুব কি দরকার ছিল এমন গুছিয়ে প্রতারণা করাটা? আমার ভালবাসার কথাটা বাদই দিলাম। তোর বয়ফ্রেন্ডের কথায় আমার সাথে প্রতারণা করার আগে তোর সাথে আমার ৭ বছরের বন্ধুত্বের কথাটা কি একবারের জন্যও মনে পরেনি? অবশ্য মনে পড়বে কিভাবে। তোর কাছে তো বন্ধুত্বের কোন দামই ছিল না কোন কালে। আচ্ছা তোর বয়ফ্রেন্ডের কথায় জাস্ট আমার সাথে মজা নিতে তুই যে আমাকে বিয়ের প্রস্তাব করেছিলি, ওই দিনটা মনে আছে? তোকে আমি সেদিন ১ মাস সময় দিয়েছিলাম ভেবে দেখার জন্য। কেন দিয়েছিলাম জানিস? আমি সম্পর্কের মূল্য দিতে জানি।কিন্তু প্রায় ৪/৫ মাস পর যেদিন জানলাম সবকিছুই তোর আর তোর বয়ফ্রেন্ডের সাজানো। আর তোকে বলা প্রতিটা কথা তুই ফোনে রেকর্ড করে রাখিস তোর বয়ফ্রেন্ডকে শুনানোর জন্য, বিশ্বাস কর, সেদিন কিছুক্ষণের জন্য আমি আমার মাঝে আমাকেই হাতরে বেড়িয়েছি।
আজ এতদিন পর তোর ভালোবাসা আজ আর ছুঁয়ে যায় না আমাকে কিন্তু তোর ভালোবাসার সীমানা আজও পেরুতে পারিনি।খুব কাছের কাউকে ভুলে যাওয়ার হয়ত কোন সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন তাকে মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে, কষ্ট সহ্য করতে হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তাকে মনে পড়বে। জানিনা কবে তোকে ভুলতে পারব। তুই তো বলেছিলি যত দিন যাবে আস্তে আস্তে নাকি তোকে ভুলে যাব, তোর সাথে শেষ দেখা আর শেষ কথা হয়েছে প্রায় ৬ বছর আগে। বলতে পারিস, তোর মত করে কেন ভুলে যেতে পারিনি? আমিওতো চাই তোর মত হতে।
যতবার কেউ জিজ্ঞেস করে আমি কেমন আছি, ততবার কষ্টকে লুকিয়ে উত্তর করি আমি সবসময় ভাল থাকি। কিন্তু ঠিক ততবারই নিরবে কেঁদে ফেলি। হয়তো তোর জন্য, নয়তো না। এ ব্যাপারটা আমিও কাউকে বুঝতে দিতে চাই না। কেন জানিস? আমি এখনও তোকে অনেক ভালবাসি বলে……..। খুব আফসোস হয়, আমার একটা নিঃসঙ্গ রাত যদি তোকে দিতে পারতাম, তাহলে তুই বুঝতি ঘুমহীন রাতের অব্যাক্ত কষ্ট কাকে বলে। শুনেছি মানুষ যাকে পায় না,তাকেই সবচেয়ে বেশী চায়। আমি হয়তোবা এখানে তাই আর নয়তো আমার চাওয়াটাই উদ্দেশ্যহীন।
তোকে ভালোবাসার আগে জানতাম না স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি। মানুষ কেন এত কষ্ট পায় স্বপ্ন ভেঙে গেলে। আর জানবোই বা কেমন করে বল, তোর আগে অন্য কাউকে নিয়ে তো এত স্বপ্নই দেখিনি। আসলে তোর জীবনে আমি তো ছিলাম শুধুই সাজানো নাটক কিন্তু আমার জীবনে তো তুই ছিলি আমার একমাত্র। তাই জানতাম না স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি। বিশ্বাস কর তোকে ছাড়া আমি এখন ভাল আছি। আমিও ভালো থাকতে পারি। ভাবিস না তোর অপেক্ষায় আছি।
খুব করে চাই কেউ এসে প্রশ্ন করুক “তুমি কি খুব একা? তোমার কি ভিষন মন খারাপ? তুমি কি আসলেই ভালো আছো? তোমার মন ভালো তো”। হটাৎ কারো প্রশ্ন পেয়ে অবাক হতে চাই। কিন্তু সেটা তো আসমানি দের রঙ এর মতো। খুব সহজেই সে রঙ এ নিজেকে কেউ রাঙাতে পারে না। সেই রঙ এ নিজেকে রাঙাতে হলে আরো গভীর তপস্যা এর প্রয়োজন হয়, আরো অনেক গভীর।
তোর জন্য মুনাজাতে কেঁদেছি। তবু অভিশাপ দিতে পারিনি। সবার মত বলবনা “ভাল থাকিস”। শুধু বলব, তোকে আমি কখনই ক্ষমা করব না।
ইতি,
তৌফিক
লেখকের নাম: তৌফিক
যার উদ্দেশ্যে লেখা: সোমা
