Article

(#21) প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, ঈশ্বর সহায় তাই পৌঁছে গেছে

প্রিয় ডাক্তার,

কেমন আছেন? মানুষের সেবা করার পেশায় আপনার। সেবা ও করবেন ভালো কথা, তবে প্লিজ নিজের খেয়াল রাখবেন। আপনি সুস্থ থাকলে আরও বেশি সেবা করার সুযোগ পাবেন। আপনার অবস্থা দেখে খারাপ লাগছিল তাই আজ আবার ৫ম বার বিরক্ত করলাম।
সেদিনের গিফট কি আপনার পছন্দ হয়েছে? আমি যখন অডার করছি ,তখন ও বৃহস্পতিবার কুরিয়ার করার সময় ও আপনার আগের ঠিকানায় ছিল। তারপর হঠাৎ শনিবার দেখি আপনার বদলি। ভীষণ খারাপ লাগছিল, ভেবে ছিলাম পাবেনই না। সোমবার ডাক্তার দেখিয়ে এসে রাতে ফেবি অন করে পোস্ট টা দেখে খুব খুশি হয়েছি। ভাবতেই পারিনি যে পাবেন।এই গিফট আইটেম দেয়ার আইডিয়াটা আপনারই। একদিন স্টোরি দিয়ে ছিলেন, তখনি ঠিক করে ছিলাম এরকম কিছু দিয়ার, আবার চিন্তা করছিলাম নিবেন কি না, বা আপনার লাইফে এ নিয়ে কোনো ঝামেলা হবে কি না কিংবা আমারই দেয়া ঠিক হবে কি? শেষে ভেবেছিলাম পেলে ভালো, না পেলেও কিছু করার বা বলার নেই। তবে দিবই, তাই সেদিন আপনার পোস্ট দেখে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, ঈশ্বর সহায় তাই পৌঁছে গেছে।আর কিছু দিতে ইচ্ছা ছিল কিন্তু পারিনি আপনার ঐ স্টোরির মত।
ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আপনাদের কে আমাদের এই সমাজের এখন ভীষণ প্রয়োজন। তাই সমাজের উপর রাগ করে নিজের অযত্ন অবহেলা করবেন না। সমাজের দরকারেই সমাজের কথা ভেবেই নিজের খেয়াল রাখবেন।

ইতি
অপরিচিতা।

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক

cool good eh love2 cute confused notgood numb disgusting fail