প্রিয় চিত্র শিল্পী,
এটা আমার লেখা তৃতীয় চিঠি। এটা কোন প্রেমের আবেদন না, কোন ভালোবাসার আবদার ও না। এটা ভাল লাগার উপমা।প্রিয় কোন মানুষকে বলতে না পারার অভিব্যাক্তি। প্রিয় কারো কোন কাজ, তার গুন , তার লেখা কথায় অনুপ্রেরণা, তাকে দেখে উৎসাহিত হওয়া তাকে সেই কথা গুলো জানানোর অভিব্যাক্তি যা কখনোই সামনাসামনি প্রকাশ করা সম্ভব নয়। ভালবাসা আর ভাল লাগা অনেক বেশি পাথক্য। চাঁদকে সবারই ভালো লাগে তাই বলে চাঁদ কারো নিজস্ব নয়, সে তার স্থান থেকে সবাইকে আলোকিত করে। বৃষ্টি অনেকরই খুব পছন্দ তবু ও অনেকেই বৃষ্টিতে ভিজতে ভয় করে, অসুস্থ হয়ে পড়ে- জ্বর সর্দি কাশি হয়।তাই বলে কি সে বৃষ্টি উপভোগ করে না? ঠিক করে, ঘরের জানালা দিয়ে বা বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছূয়ে দেয়। পরিপূর্ণ রুপে পায় না তবুও খানিক পেয়ে খুশি। ভালবাসা তো কখনো হারিয়ে যায়, বিষাক্ত ঘৃণা আর তিক্ততায় ভরে যায়। আমি তো সেরকম চাই না, ওতে আমার হারাবার বড্ড বেশি ভয়। আমি চায় চাঁদের মত আলো হয়ে থাকতে। বৃষ্টির মত হালকা হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে। অনেকটা বেশি বিরক্ত করে ফেলেছি।হয়ত এটাই শেষ চিঠি।না আপানাদের মতে অনলাইনে খোলা প্রেমপত্র। যদি ও কখন আবার মস্তিষ্কের কোষ গুলো খুব বেশি নাড়াচাড়া দিয়ে উঠে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলি হয়ত তখন আবার কোন দিন লিখব । মনের অভিব্যাক্তি গুলো মাঝে মাঝে প্রকাশ করতে বড্ড ইচ্ছে জাগে। তখন কোথাও জায়গা না পেয়ে অনলাইনের দ্বারস্থ হতে হয়।
ইতি
আপনার অপরিচিতা
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
