প্রিয় Cricketer চিত্র শিল্পী,
যদিও আমি cricket খেলা দেখি না, বুঝি মোটামুটি। তবে আপনার খেলা দেখার ইচ্ছে আছে। কোন এক পড়ন্ত বিকেলে বারান্দায় দাঁড়িয়ে হাতে গরম চায়ের কাপ, পাশের মাঠে খেলা সাথে মেঘলা বৃষ্টি আবহাওয়া।বেশ জমবে বিষয়টা, বৃষ্টিতে ভিজলে কি জ্বর আসে? তবুও বলব সমস্যা কি, নিজেই ডাক্তার নাহয় দুটো নাপা খেয়ে নিবেন। সৌরভ গাঙ্গুলীকে অনেক ভাল লাগে। ছোট বেলায় দাদু অনেক মজা করতেন এটা নিয়ে। আমিও এমনি বোকা ছিলাম যে গাঙ্গুলী চোখ মিটমিট করা দেখা বলতাম চোখ টিপ দিছে। আর ভারতের ম্যাচে গাঙ্গুলী থাকলে ঐ খেলা দেখা হতোই। অনেক গুনে গুনান্বিত, ডাক্তার, চিত্র শিল্পী, cricketer আর কি কি গুণ আছে বলবেন? আমি তো একটা বেগুন যার কোনোই গুন নাই। শুধু একটাই গুণ ঘুমাতে পারি ঘন্টার পর ঘন্টা। ঘুমের মধ্যে মাঝে মাঝে ব্রেনের নিউরনে এসে হানা দিবেন,একটু বকাঝকা দিয়ে দিবেন। পড়ালেখা একদমই করিনা। কিছুই হবে না আমাকে দিয়ে, বেগুন। শেষ কথা, ভাল থাকবেন, সাবধানে থাকবেন।প্রাথনা করি সুস্থ থাকুন আর এভাবেই মানুষের পাশে থাকুন। আপনারা ভাল থাকলেই এসময় আমরা নিরাপদ থাকতে পারব। আগের লিখা পেয়েছেন কি না জানি না, ভুল কিছু বললে ক্ষমা করবেন। আবার সেই ভুল করলাম কিছু মনের অভিব্যাক্তি প্রকাশ করলাম। ব্রেনের নিউরনে কথা গুলো খুব চাপ সৃষ্টি করছিল, তাই আর চাপ নিলাম না। এই সময় যদি এত চাপ নিয়াতে হাট এট্যাক করি।একে করোনা তার উপর আবার না থাক তাই মনের অভিব্যাক্তি প্রকাশ করে মাঝে মাঝে মনকে সুস্থ রাখি।
ইতি
আপনার অপরিচিতা
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
