মা,
“আমি ছোটোই ভালো আছি” নিজের মধ্যে যখন একটু মাচিউরিটি আসে তখন অনেকেই দাবি করে আমি বড় হয়েছি। কিন্তু আমি বলবো আমি ছোটোই আছি। হ্যাঁ, আমি ছোটোই থাকব। ছোটো হয়ে যদি মাকে জড়িয়ে ধরা যায় , মাকে ভালোবাসি বলা যায় তবে আমি ছোটোই থাকব। কোচিং এ নিয়ে গিয়ে নতুন জায়গা চিনব না তাই জিজ্ঞাস করে চলে যাবে কিনা তখন আমি চুপ করে থাকলে যদি পুরোটা সময় বসে থাকে এবং একসাথে বাড়ি ফিরা যায় তবে আমি ছোটোই থাকব। ফোন বন্ধ পেলে অস্থির হয়ে যায় খোঁজ পেলে যদি বলে আমার চিন্তা হচ্ছিলো তবে আমি ছোটোই বেশ আছি। অসুস্থ হলে যদি কেয়ার পাওয়া যায় তবে আমি ছোটোই ভাল। আমার পছন্দের খাবার রান্না করে নিজের হাতে যদি আমাকে খাইয়ে দেয় তবে আমি ছোটোই বেশ আছি। দূরে থেকেই প্রতি মুহূর্তে যদি কেয়ার পাওয়া যায় তবে আমি ছোটোই বেশ আছি। জড়তা কাটিয়ে যদি জড়িয়ে ধরা যায়, ভালোবাসি বলা যায় তবে আমি ছোটোই থাকব। “বড় হয়েছিস,নিজের ভালো বুঝিস, তোকে কিছু বোঝাতে হবে না”এ কথা শুনতে হলে আমি বড় হতে চাই না। ভুল করার পরও যদি হাসি মুখে “it’s ok.পরবর্তীতে সাবধান “বলে জড়িয়ে ধরে তবে আমি ছোটোই বেশ আছি। রাস্তায় দৌড় দিব তাই হাতটা শক্ত করে ধরে থাকে তবে আমি ছোটোই থাকতে চাই। লোকে যদি বলে মায়ের আঁচলে লুকায় তবে আমি তাই। আমার কাছে মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এক একটি মা দিবস। আমার কাছে আমার মা-ই আমার বেহেশত/ স্বর্গ। বড় হলে যদি এসব কিছু অতীত হয় তবে আমি চাই না বড় হতে।আমি ছোটোই বেশ আছি।“
ভালোবাসি মা।“
লেখকের নাম: দেবব্রত দেব
যার উদ্দেশ্যে লেখা: মা
