প্রিয় চিত্র শিল্পী,
বলে ছিলাম না যে, মস্তিষ্কের নিউরন গুলো যদি খুব বেশি নড়াচড়া করে তবে আবার লিখব। হ্যা, কেমন জানি খুব বেশি অস্বস্তি লাগছে। বিকালের গোধূলি আকাশ, সন্ধ্যার অন্ধকার কিছুই যেন শান্তি দিতে পারছেনা। তাই আবার লিখতে আসলাম, তবে এবার আপনাকে উদ্দেশ্য করে লেখা কিন্তু আপনাকে জানাব না। জানতে পারবেন না, বারবার বিরক্ত করতে নিজের ও কেমন জানি লাগছে।তাই উদ্দেশ্য ঠিক আছে কিন্তু গন্তব্য নেই। পৌঁছাবে না, এরকম অপরিচিত কাউকে আপনার মনে ও থাকার কথা না। মাঝে মাঝে মনে খুব বেশি বেপরোয়া হয়। যতসব উল্টো পাল্টা কথা চিন্তা করে। হাজার বাহানা অযুহাতে মন তার নিজের কাজ করতে বাধ্য করে।এইযে আবার লিখব না বলে ও গন্তব্যহীন ভাবে লিখছি। পৌঁছাবে না যেনে ও লিখছি, তবু ও কোথাও একটা ক্ষীণ আলো যদি পৌঁছে। ভাল থাকবেন,কোয়ারেন্টাইম ভাল কাটুক। আমার কিন্তু আপনার শুভ কামনা লাগে নাই। গলা ব্যথা আর হালকা জ্বর হয়েছে। নিজের জন্য ভাবিনা, কাছের মানুষ গুলো ভালো থাকুক এটাই প্রার্থনা।
ইতি
অপরিচিতা
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
