প্রিয়,
আশা করি ভাল আছো। তোমায় খুব মিস করি। তোমায় খুব দেখতে ইচ্ছে করে। তোমায় খুব ভালবাসি আমি। তুমি আমার কাছে এস.এম.এস দিতে সময় পাওনা। তুমি অনেক ব্যস্ত আমি জানি, তাই আমিও আর বিরক্ত করিনা। তোমার মতই তুমি থাকো। ভাল খাকবে তোমার মত করেই। হয়তবা খুব রাগ আমার উপর তোমার। নয়কোবা খুব ঘৃণা কর আমায়। তবুও আমি তোমায় ভালবাসি। আর বাসবোও সারা জীবন। আমার হৃদয়ে তুমি থাকবে আমার শেষ নি:শ্বাস পর্যন্ত। নিজের খেয়াল নিও আর ঠিকমত খাওয়া দাওয়া করো। আর হাঁ, অবশ্যই সাবধানে থেকো। ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদটা ভালভাবে কাটিও।
ঈদ মোবারক। আই লাভ ইউ জান। আই মিস ইউ।
ইতি,
আঁখি চৌধুরী
লেখকের নাম: আঁখি চৌধুরী
যাকে উদ্দেশ্য করে লেখা: আরিফ ভূ্ঁইয়া
