প্রিয় চিত্র শিল্পী,
কেমন আছেন কখন প্রশ্ন করে উত্তর পাওয়া হয়না। আশা করি ঈশ্বর সহায় ভালোই আছেন। জানেন তো মাঝে মাঝে যখন কথা গুলো অনেক বেশি জমা হয়ে যায় তখনই আবার চিঠি নিয়ে বসি। ছোট্ট বেলায় বাবা মাকে চিঠি লিখতাম। তারপর মোবাইল আসার পর আর লিখা হতো না। ফোনেই কথা হতো, এখন আবার আপনাকে লিখছি। শুধু আমার মনের কথা গুলো মাঝে মাঝে আপনাকে বলি যদিও আপনার কথা কিছুই জানি না। ইদানিং আপনার অনেক আঁকা ছবি দেখে ভালো লাগলো। ছবি গুলো সাথে নাম দিয়ে দিলে অনুভূতি গুলো আরও বেশি সুন্দর ভাবে প্রকাশ পেত মনে হয়।লিখব না করে ও অনেক গুলো চিঠি লিখে আপনাকে বিরক্ত করলাম। আমি কিন্তু সবার সাথে খুব সহজেই কথা বলতে পারি না। তবু কেন জানি বারবার বিরক্ত করি আপনাকে।
ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবেন।আজ এখানেই বিদায়, আবার কোন দিন। আপনি কি চিঠি গুলো পড়েন কি??
ইতি
অপরিচিতা।
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
