গাধা শোন,
তোমার সাথে প্রথম দেখাটা হুট করেই। তারপরে পরিচিত। আর কিছু না বুঝেই বন্ধুত্ব। কিভাবে এত বেশি কাছে চলে আসলাম বুঝিনি। আমি এখন বিশ্বাস করি যে, তোমাকে সারাজীবন পাশে পাবো। শোন আমার সব মুহুর্তগুলি তোমাকে না বললে কেমন একটা শান্তি পাইনা মনে। তাইশা তাজিনের কাছে খুব খুব কৃতজ্ঞ। ওর জন্যই সেদিন তোমার সাথে দেখা হয়েছিল। অবশ্য তখনও জানতাম না যে, আমি আমার জীবনের সেবচেয়ে কাছের বন্ধুটাকে সে সময় পেতে চলেছি। হা হা হা।
আমার সব কথা তোমাকে বলতে ইচ্ছা করে। যখন মন খারাপ থাকে তখন আরো বেশি মিস করি। আমি জানি তুমি নিজেও অনেক বিষণ্ণ থাকো। কিন্তু তারপরেও আমার মন খারাপের সময়টায় তোমাকে অনেক কথা বলতে ইচ্ছা করে। আমি জানি সোমার নাম শুনলে তুমি রাগ করো। তাই বলি না। আমি ভয় পাই, না তোমাকে হারানোর না। আমার বন্ধুত্বটা হারানোর ভয় পাই।
আচ্ছা শোন, আমরা কিন্তু সারাজীবন এরকম থাকবো। প্লিজ কখনও আমার হাতটা ছেড়ো না। আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারিনা। এখন গভীর রাত। তোমাকে কল দিয়ে কথা বলা সম্ভব না। এজন্যই চিঠি লিখছি। অবশ্য আরেকটা কারণও আছে। আর সেটা হল চিঠি দিয়ে কথা বলার মাঝে একটা রোমান্টিক ভাব আছে।
এত বেশি মন খারাপ যে মনে হচ্ছে খুব জোড়ে একটা চিৎকার দিতে পারলে মনে একটু শান্তি পেতাম। খুব খুব খুব খুব ভালবাসি দেবজানি। পাশে থাকিস সব সময় আর সাপোর্ট করিস সারাজীবন।
ইতি,
————-
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: সাহা
