Article

(#28) নামহীন এই বন্ধুত্বের গল্পে আমি আমার সবটুকু চেষ্টা দিয়ে আপনাকে ভালো রাখতে পারি

মিঃ গোপালগঞ্জ,

এই বিশাল পৃথিবীতে ভালো-খারাপের সমীকরণে আমি না হয় প্রচণ্ড খারাপ। তার জন্য আমাকে এতোটা আবেগশূন্য করে ছুড়ে ফেলবেন? আমি না এমনই মিথ্যে করে আপনাকে সুখের ভেলায় ভাসাতে পারবো না। তবে নামহীন এই বন্ধুত্বের গল্পে আমি আমার সবটুকু চেষ্টা দিয়ে আপনাকে ভালো রাখতে পারি। হ্যাঁ আমি হয়তো কিছুটা ছেলেমানুষী করি তাতে কি? আপনিইতো আমাকে বাচ্চা বলেন! এই বাচ্চাটার একটু বাচ্চামিতে এতো রেগে গেলে বাচ্চাটা যে খুব কষ্ট পায় সেটা বুঝতে হবে না?

আমি খুব করে ক্ষমা প্রার্থী আপনার কাছে আমি হয়তো আপনাকে খুব বেশি জ্বালাতন করি। আসলে আমি চেয়েছিলাম – চরম বেহায়ার মতো দিনে চৌদ্দবার ঝগড়া করেও রাত হলে আদুরে গলায় আপনার কাছে ফিরতে। কিন্তু আপনি যে এতোটা রেগে যাবেন ওইটা সত্যি বুঝিনি, আর হবে না এমন এখন থেকে আর জ্বালাবো না আপনাকে। আমি প্রিয় হতে চেয়ে অপ্রিয় হয়ে গেলাম হয়তো আপনার গল্পেও। ক্ষমা করে দিয়েন।

আমার জন্য নিজেকে আঘাত করবেন না কারণ এতে করে হৃদয়ের রক্তক্ষরণটা এই বাচ্চাটার-ই বেশি হয়। আর ঝগড়া করবো না, জ্বালাবো ও না প্রমিজ

ইতি-
মেঘ

 

লেখক: মেঘ

যার উদ্দেশ্যে লেখা: মিঃ গোপালগঞ্জ

3766 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail