প্রিয় প্রাক্তন
সব মানুষেরই জীবনে একটা ভুল থাকে।আমার ভুল টা হলো তোমাকে পেতে গিয়ে ভুল পথ বেছে নেওয়া। তোমার দাদি আমায় অনেক বাজে ভাবে আমায় অপমান করছে।তাই সহ্য করতে না পেরে ঘর থেকে বেড়িয়ে গিয়ে ছিলাম।বিশ্বাস কর, আমি তেমাকে অনেক ফোন দিছি কিন্তু তোমার ফোন অফ।এদিকে সন্ধ্যা হয়ে গিয়ে ছিল।তাই সুজন কে এনে ছিলাম।শুধু আশ্রয় খোজার জন্য। যাওয়ার পথে তোমাকে আমি বাইকে দেখে অনেক ডাক দিছি কিন্তুতুমি শুনো নি।সুজন যে আমায় ভালোবাসত তা আমি জানতাম না।
এটাই আমার শেষ কথা আমি এখনো শুধু তোমাকেই ভালোবাসি। আর আমি পবিত্র।কসম আল্লাহর আমি তোমারি। আমকে একটা সুযোগ দাও নিজের ভুলটা কে সুধরানোর।আমি তোমকে অনেক ভালোবাসি।এখনো তোমায় ভুলতে পারি নি।আর কোনোদিন পারবো ও না।আমি প্রতিদিন তোমার জন্য রাত্রি জেগে অশ্রু ঝড়াই।
প্লিজ আমাকে ফিরিয়ে দিও না।আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি।
লেখক: তারিন
যার উদ্দেশ্যে লেখা: মাহমুদ হাসান রনি
