প্রিয় তুমি,
কেমন আছ? তুমি সবসময় ভালোই থাকো। তাই আশা করছি ভালো আছ। অনেক দিন তো চিঠি লেখা হয়না। তাই গুছিয়ে লিখতে সর্বাত্মক চেষ্টা করছি; আর তোমার কাছে আমার অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। কি যে লিখি তোমায় অথচ কত কথা সাজিয়ে গুছিয়ে রাখি পরিবেশন করব বলে। তোমাকে ভেবেই তো কত সময় যায়। সে যাক, মনে কেউ থাকলে ভাবনাগুলো আসবেই। তবে ভাবনাগুলো বড্ড আপন হয়ে গেছে, তাই ওদের উপর খুব মায়া পড়ে গেছে। তোমাকে ঘিরে ওরা খেলা করে খুনসুটি করে। তোমাকে নিয়ে কবিতা লিখতে চেষ্টা করি যখন হাজার হাজার কথা প্রজাপতির মত উড়ে আসে, চারপাশে উড়তে থাকে। তোমাকে মনে পড়ে না কখন দেখো তো! তোমার একটু কিছু হলে প্রাণ টা হাঁসফাঁস করে। তাই তো বলি নিজের প্রতি বেশি বেশি খেয়াল রেখো। আমাকে যাই বল আমি তো জানি আমি তোমাকে ভালোবাসি, খুব স্নেহ করি আবার শ্রদ্ধা ও করি। সব মিলিয়ে বেশ ভালোবাসি। আজ আর বিশেষ কিছু লিখব না। তুমি ভালো থেকো খেয়াল রেখো তোমার, আর আমি দূর থেকেও কাছে আছি।
ইতি
অযোগ্য
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: শ্রাবণী
