Article

(#32) আমাকে এখন তোর খুব একটা প্রয়োজন পড়ে না

প্রিয়,

আমি জানি আমাকে ছাড়াই তুই ভালো আছিস, আমাকে এখন তোর খুব একটা প্রয়োজন পড়ে না। লোক জনের মধ্যে থাকিস, ভাই ব্রাদার্স নিয়ে ঘুরিস, আড্ডা দিস, শুধু শুধু আমার প্যারা ভোগ করবি কেন এখন। কিন্তু প্রতিটা মুহূর্তে একা একা আমার যে কতোটা কষ্টে সময় কাটছে এইটা তোকে বুঝানোর বৃথা চেষ্টা এখন আর করছি না। কিন্তু সেই বার বার তোকে নক দিয়েই চলেছি। প্রতি বারের থেকে এই বার কষ্টটা যেন 100 গুন বেশি মনে হচ্ছে। মেনে নিতে পারছি না কোন ভাবে যে তৃুই এতোটা পাল্টে গেছিস। কিন্তু আমার জন্য নিজেকে একটুও পাল্টাতে পারবি না। আর কিছু বলার নেই যেহেতু তুই ভালো আছিস।

ইতি

কেউ একজন

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: পিয়াল মন্ডল

2458 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail