প্রিয় চিত্র শিল্পী
কেমন আছেন? আশা করি ভালো আছেন। অভিনন্দন এই বিশেষ অজনের জন্য। আপনার আঁকা গুলো দিন দিন আরোও সুন্দর হচ্ছে, সাথে ক্যাপশন গুলো। আজ লিখতে কথা গুলো প্রকাশ করার মত ভাষা পাচ্ছি না। জানি কোন দিন কোন উত্তর আসবে না। তবুও উত্তর আশা না করেই বারবার বিরক্ত করি।
ভাল থাকবেন। সাবধানে থাকবেন। আরও অনেক দূরে এগিয়ে যান এই শুভ কামনায়। আরও একবার বিশেষ অভিনন্দন। আবার কোন কারন পেলেই বা না পেলেই কথা জমলেই আসব। শুভ রাত্রি।
ইতি
অপরিচিতা।
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
