Mr. অধৈর্য্য,
“যদি কখনো জেগে ওঠি ওপারে বিশ্বাস করো স্বর্গ চাইবো না চাইবো শুধু তোমারে। ঈশ্বর আমাকে একবার সাহস দিক আমি তোমাকে তোমার কাছ অনেক দূরে নিয়ে যাবো এতোটাই দূরে যেখান থেকে তুমি চাইলেও আমাকে ছাড়া একা ফিরতে পারবে না।”
আমি তোমার কাছে একটা খসে যাওয়া তারার মতো। হাজার তারার ভীড়ে একটা তারা খসে পড়ায় তোমার কিছু যায় আসেনা। খুব নির্ভরতায় সঙ্গোপনে ভালোবেসে পরম যত্নে মনের দেয়ালে তোমার নাম লিখতে চেয়েছিলাম কিন্তু তোমার সারারাত তোমার আমাকে বুঝানোর নানা ধরনের ব্যর্থ প্রচেষ্টায় নামটা লিখার আগেই ঝাপসা হয়ে গেলো। তোমাকে তো এড়িয়ে চলতে পারছি না। তীব্র যন্ত্রণা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেও আবার কথা বলেছি। আসলে নিজের সাথে নিজের এই লড়াইয়ে হেরে যাচ্ছি আমি। কেনো জানি খুব অসহায় লাগছে। তুমিহীন তুমিময়তায় হৃদয়ের বাম অলিন্দে এক অসহ্য যন্ত্রণা অনুভব করছি প্রতিনিয়ত।
অনেক কিছু বলে ফেললাম, চোখের কোণে কেমন জানি লোনা জলের অস্তিত্ব টের পাচ্ছি, হাত কাঁপছে । বাকী কথাগুলো না বলাই থাক। আমার গল্পটা না হয় অমীমাংসিত-ই রয়ে যাক। আর গল্পের নায়িকা অভিমানের কুয়াশার জালে হারিয়ে যাওয়ার মিথ্যা চেষ্টায় সফল হওয়ার আশা রাখুক।
ইতি –
তোমার অপ্রিয় 💔
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: Mr.অধৈর্য্য
