Article

(#35) যাক আমার প্রশ্ন তবু আপনার কাছে পৌঁছে

প্রিয় চিত্র শিল্পী,

আজ এতদিন পর আপনার কমেন্ট পড়ে ভাল লাগল। যাক আমার প্রশ্ন তবু আপনার কাছে পৌঁছে। এটাই আমার কাছে অনেক ভালো লাগলো।
প্রথম চিঠির পর অষ্টম চিঠিতে কমেন্ট।

তবে কিছু পরিচয় গোপন থাকাই ভালো।সব সময় পরিচিত হয়ে অনেক কথা বলা যায় না।যে কথা গুলো অপরিচিতা হয়ে অনায়াসে প্রকাশ করা যায় খুব সহজেই।

আমি না হয় সেরকম অপরিচিত হয়েই থাকলাম। আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে। যদি কখনো কোন ভুল বা সমস্যা করি তাহলে বলবেন। তখন অপরিচিতার এই প্রকাশ ও থাকবে না।

তবে প্রাথনায় থাকবেন সবসময়।  কিছু পরিচয় কখন প্রকাশ না পেয়ে দূরে থেকে খোঁজ নেওয়াই ভালো। আর যাই হোক তবু খোঁজ রাখার/খোঁজ নেওয়ার তো অধিকার থাকে। ভাল থাকবেন।

ইতি
অপরিচিতা।

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক

cool good eh love2 cute confused notgood numb disgusting fail