প্রিয়,
কাল তোমার জন্মদিন। প্রতিটা বছর এই দিনটা আমার কাছে বিশেষ কিছু। আর তাই আজ তোমাকে পত্র লিখছি। আসলে প্রেমপত্র বলতে যেটা বোঝায় হয়তো আমার চিঠিটা তেমন হবে না তবুও একটা চিঠি তোমাকে নিয়ে লেখা আমার কাছে খুব কঠিন না।কারন তোমাকে নিয়ে আমার অনুভুতির কথা কখনো লিখে শেষ করতে পারব না। আমি জানি আমার লেখা চিঠিটা কখনো তোমার কাছে পৌছাবে না।তবুও মনকে কিছু শান্তনা দেওয়া যাবে এজন্যই লেখা।
আমি কখনই তোমাকে ক্ষমা করব না। এটা ধ্রুবতারার মত সত্যি।তুমিতো মুহুর্তের জন্য আমাকে ব্যবহার করেছো। ব্যবহার করা শেষে ছুঁড়ে ফেলে দিয়েছো।জানোতো অনেকগুলো দিন কেটে গেছে তোমার জন্য আমি একটা রাতো ঠিক মতো ঘুমাতে পারিনি। তবে সে জন্য তোমার কোন দোষ নেই।আমি কখনো তোমাকে অভিশাপ দেইনি কেননা তোমাকে আমি আগের মত এখনো ভালবাসি। আমার উপর এত অবিচার করার পরেও তোমার উপর আমার কোন ঘৃনা জমেনি কেননা তোমাকে আমি এখন আগের থেকে আরো বেশি ভালবাসি। আজ তোমাকে অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছিল। কিন্তু সব কথা বলার অধিকার এখন আমার নাই। থাক না কিছু কথা অসম্পূর্নই। আমি জানি তোমাকে ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন। তবুও বেচে আছি, আমার চিঠিটাও বেচে থাকবে।
শুভ জন্মদিন হে দেহলোভী প্রতারক।
ইতি,
কেউ একজন
লেখকের নাম: বিথী মৃধা
যার উদ্দেশ্যে লেখা: ওমর ফারুক তানভীর
