Article

(#38) বাংলা ২য় পত্রের ব্যাকরণ আর তখন দরকার হবে না

প্রিয় চিত্র শিল্পী,

কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার স্ট্যাটাস দেখলাম। যার আঁকা ছবি কথা বলে😍, তার মনের অভিব্যাক্তি প্রকাশ করার জন্য বাংলা ২য় পত্রের ব্যাকরণ অভাব পড়ছে।

কি আর করা যদি তাই হয় তবে! কাউকে যদি কিছু বলার থাকেই তবে ছবি এঁকে ক্যাপশন দিয়ে দিন, প্রকাশ হয়ে যাবে মনের অভিব্যাক্তি। এত সুন্দর আঁকানো ছবি সাথে আর কোন ভাব সম্প্রসারণ দরকার পড়বে না।

বাংলা ২য় পত্রের ব্যাকরণ আর তখন দরকার হবে না । প্রতিটা ছবি প্রায়ই দেখলে কিনতে ইচ্ছা করে, ক্যাপশন দেখলে মনে হয় মনের অভিব্যাক্তি প্রকাশ করেছেন প্রিয় কাউকে মনে করে।এরকম ছবি এমনি মনের ভাব প্রকাশ করবে 😊। শুভ কামনা রইল আপনার মনের অভিব্যাক্তি প্রকাশ করার জন্য আর 👍।
শুভ সকাল

ইতি
অপরিচিতা।

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক

cool good eh love2 cute confused notgood numb disgusting fail