প্রিয় চিত্র শিল্পী,
কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইদানিং আপনাকে খুব বেশি বিরক্ত করছি। নিজেও বিষয়টা উপলব্ধি করতে পারছি। দুঃখিত এতটা বেশি বিরক্ত করার জন্য।
আমি জানি আপনার কাছে আমি অপরিচিত, একটা আগন্তুক 😞। তবু ও বারবার আসি বিরক্ত করতে😔। আপনার কাছে আমি শুধুই উপহাস 😶। মাঝে মাঝে নিজেই নিজের সীমা ভূলে যায়।
অনেক ভুল করেছি। অনেক কিছু বলছি, পারলে ক্ষমা করে দিবেন। অনেক সমস্যা সৃষ্টি করছি, তার জন্য দুঃখিত।
ভালো থাকবেন সবসময়। নিজের প্রতি যত্নশীল হবেন। নিজের খেয়াল রাখবেন। শুভ কামনা রইল। বিদায় 👍
ইতি
অপরিচিতা।
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
