Article

(#42) ঠিক কতোটা ভালোবাসি আর ঠিক কতোটা প্রয়োজন তোমাকে সে কথাটাও সাংঘাতিকভাবে বুঝাতে পারিনি কখনো

প্রিয়,

আমি কখনোই তোমাকে খুব করে ভালোবাসাটা চিনাতে পারিনি। ঠিক কতোটা ভালোবাসি আর ঠিক কতোটা প্রয়োজন তোমাকে সে কথাটাও সাংঘাতিকভাবে বুঝাতে পারিনি কখনো । তবে তোমাকে ভালোবেসে মনের ক্যানভাসে কাঠ পেন্সিল দিয়ে তোমার ছবি আঁকতে পারি বারবার। এক মহাসাগরের বিনিময়ে তোমাকে চাই আমার। আর তোমার বিনিময় যদি এক পৃথিবী হয় তাহলে সাত পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকে চাই ; শুধু তোমাকে চাই!

আচ্ছা, তোমাকে ভালোবেসে বা ভালোবাসি কথাটা বলে কি আমি তোমাকে খুব বিপদে ফেলে দিয়েছি??? কথাটা জানার পর থেকে আমার প্রতি তোমার মনোভাব বলো আর ব্যবহার বলো কিছুই মানবিক নয়। যেখানে আমি তোমাকে ভালোবেসে মেঘাদ্রিত, রংধনু, শুভ্রবিলাশ আরো কতোশত ভালোবাসার নামে সঙ্ঘায়িত করে যাই সেখানে তুমি প্রতিবার আমাকে আগ্রহশূন্য করে ছুড়ে দিচ্ছো। আমি তাও সমস্তকিছু অগ্রাজ্য করে তোমার সব আগ্রহশূন্যতা মেনে নিয়েও থেকে যেতে চাইছি সেখানে তুমি তোমার সাবস্টিটিউট হিসেবে হাজারটা অপশন দেখাচ্ছো আমাকে। আচ্ছা খুব কি অগ্রহণযোগ্য আমি? কেনো পারছো না এতোশত অপশন না দেখিয়ে তুমি নিজেই আমার একমাত্র অবলম্বন হয়ে থেকে যেতে???

তুমি হয়তো বলবে তুমি অন্য কাউকে ভালোবাসো। আচ্ছা, সেও কি তোমায় এতোটাই ভালোবাসে? আচ্ছা যদি তোমার কথা মতো ধরেই নেই তোমাকে অন্য আরো অনেক মেয়ে পছন্দ করে ভালোবাসে তাহলে ও আমাকে বলো ওরাও কি আমার মতো এমনই পাগলামি করে তোমার জন্য নাকি আমার ভালোবাসাকেও হার মানায়?? অবশ্য আমার সবকিছুই তোমার কাছে অগ্রহণযোগ্য, নাহয় আমি একটু না খেয়ে তোমার জন্য বসে থাকলে অথবা তোমার সাথে জোড়া দিয়ে ঘুমোতে চাইলে তুমি অন্তত পিছনের কারণ খুঁজে দেখতে এভাবে আমাকে অবহেলা করতে না এড়িয়ে যেতে না!
আচ্ছা, এতো যে এমন করছো আমার অবর্তমানে কি তুমি আমাকে একটুও মিস করবা না? আমার করা এসব ছোট ছোট বায়না, আমার হুট করে রেগে যাওয়া, বোকামি, আমার এতো এতো টেক্সট, কোনো কিছুই কি তোমার মনে পড়বে না? আমি যে রোজ তোমাকে এতো এতো বিরক্ত করি সেগুলোও মনে পড়বেনা???

আচ্ছা বাদ দাও একটা বলি, তুমি যে এতো এতো মেয়ে নিয়ে আমার সাথে কথা বলো আমার খারাপ লাগে। তোমার অতীত বর্তমান জীবনে না থেকেও যে মেয়েটা রাজত্ব করছে তার কথা মনে করে হিংসা হয় আমার। হিংসা আর কুটিলতায় আমার ভিতরটা জ্বলে যায়। ঘৃণা হয় নিজেকে আমিতো এমন না! নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে বেওয়ারিশ কুকুরের মতো তোমার পিছনে পড়ে থাকতে সত্যিই কষ্ট হয়!আমি এই ভাবনা থেকে মুক্তি চাই। তবে তোমাকে ভুলে যেতে পারবো না। আর তোমাকেও বলি একটু ভালোবাসলে কিবা এমন হয়?? আমি কি খুব বেশিই জ্বালাতন করি তোমায়? পুরো পৃথিবীর কারো কথা না শুনলেওতো তোমার কথা শুনতাম। যাই হোক ভালো তো আর বাসো না বা বাসবে না তবে অন্য কোনো অপশন দেখাতেও আসবে না। তোমাকে চাই মানে তোমাকেই লাগবে অন্য কাউকে না হলেও চলবে মানে লাগবে না একেবারেই না।

আর শোনো, তুমি চাইলেও ভালোবাসি না চাইলেও ভালোবাসি তোমায়। খুব বড় বড় লেকচার দিতে পারবো না তবে এটুকু সুনিশ্চিত করে বলতে পারি তোমার ভরসা হয়ে থাকবো আর এমনভাবেই ভালোবাসবো যেনো আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবলেও তোমার অন্তর কেঁপে উঠে।
আর তোমার সাথে রাগ করতে পারি না কিন্তু আমি চাই একটু – আধটু রাগ করতে। রাগ করে তোমার হাতে খুব শক্ত করে কামড় বসিয়ে সেই রাগ দমন করার তীব্র ইচ্ছে হয় আমার। কষ্টও পাই অনেক ব্যপারে শুধু ভালোবাসি বলে কিছু বলতে পারিনা তোমায়।

ভালোবাসি প্রিয় – খুব বেশিই ভালোবাসি তোমায় ❤

 

ইতি –
অপরিচিতার আড়ালে পরিচিতা 💔

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: Mr.অধৈর্য্য

3416 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail