Article

(#43) তোমার কি একটু ইচ্ছে জাগে না জানতে আমার কথা, না কি ভুলে গেছো আমাকে

আসসালামুআলাইকুম,,,

কেমন আছো তুমি? দেখতে দেখতে ৮ মাস হয়ে গেলো আমাদের কোন যোগাযোগ নেই। কিন্তু এমন একটি দিন ছিলো না আমি তোমাকে মনে না পরে। তুমি কি আমাকে এই ভাবে মনে করো? জানো প্রতিদিন প্রতিরাত ভাবি আজ না হয় কাল কে আমার সাথে তুমি যোগাযোগ করবে।এই ভেবে ৮ টি মাস চলে গেলো। তোমার কি একটু ইচ্ছে জাগে না জানতে আমার কথা না কি ভুলে গেছো আমাকে। জানো আজকে অনেক অনেক সাহস নিয়ে আমার ফোন থেকে তোমাকে কল করছিলাম তোমার আওয়াজ শুনার জন্য কিন্তু তুমি তো আমাকে বরাবরই মতোই ব্লাকলিসটে রেখেছো। তাই এই চিঠি তোমাকে লিখলাম। আমি এইটাও জানি না তুমি এই চিঠি পাও কি না।বা পেয়েও দেখে কি না? যদি পড়ো তাহলে তো ভালো আর না পড়লে আমার দুরভাগ্য।

জানো চিঠি ওই রকম কোনো আবেগ নেই তবে অনেক চোখের জল রয়েছে এতে। দোয়া করি তুমি ভালো থেকো। আর হ্যা তুমি কিন্তু বুড়ো হয়ে যাচ্ছ,, তাই বলি নিজের আর মা বাবার খেয়াল রেখো। অনেক ইচ্ছে করে তোমাকে দেখার,দূর থেকে আমি আজোও তোমাকে ভালোবাসি।

যদি কোন দিন মনে পরে আমাকে তোমার তাহলে একটু মনে করে আমাকে স্মরন করো।হয়তো মৃত্যু আগ পযন্ত অপেক্ষায় থাকবো।

 

তোমার,,
বিথী

 

লেখকের নাম: বিথী মৃধা

যার উদ্দেশ্যে লেখা: ওমর ফারুক তানভীর 

cool good eh love2 cute confused notgood numb disgusting fail