Article

(#46) ভেবে নিয়েছিলাম এ কলমে আর চিঠি লেখা হবেনা

প্রিয় অপ্রিয়, শুন

ভেবে নিয়েছিলাম এ কলমে আর চিঠি লেখা হবেনা।কিন্তু কিছু কথা লিখছি যেগুলো বালার,তবে না বলাই ছিল।

কি করে বোঝাবো তোমাকে,কতটা ভালোবাসি।কি করে বোঝাবো,তোমাকে ছাড়া আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবোনা।আমি জানি তুমি আমাকে ভালোবাসনা।আমার ভালোবাসাটা একতরফা।

আমি এটা ও জানি,তুমি আমাকে সহ্য করতে পারোনা।কিন্তু কি করবো বলো?ভালোবেসে পেলছি যে,তাই ভুলতে ও পারবোনা।জানো,আমার ও ভালো লাগেনা রোজ রোজ তোমাকে বিরক্ত করতে।কি করবো বলো,তোমাকে না দেখলে যে রাতে ঘুমই আসেনা।আমি অনেক জালাচ্ছি না তোমাকে?প্রতি দিন গিয়ে বলছি ভালোবাসি।আবার যখন তুমি কিছু বলছো,মুখ বুঝে সব সহ্য করে আড়ালে লুকিয়ে কাঁদছি।

কাউকে পেয়ে হারানোর কষ্টটা অন্যরকম।আর,কাউকে ভালোবেসে না পাওয়ার কষ্টটা অন্যরকম।এই কষ্ট তারাই জানে,যারা একতরফা ভালোবাসে।আচ্ছা,তুমি কী কোনদিনো বুঝবেনা আমায়?কোনোদিন কী ভালোবাসবেনা?একবার ভালোবেসেই দেখোইনা!একটি বার সুযোগ দিয়ে দেখোইনা!জানি,ভালোবাসা জোর করে হয়না।তবুও কিছুদিন কথা বলে দেখো।

যদি তোমার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি না হয়,তা হলে চলে যেও বাঁধা দেবোনা।এই ভেবে নিজেকে শান্তনা দেবো যে একদিনের জন্য হলে ও তোমায় পেয়েছি।এক মিনিট এর জন্য হলে ও তোমার সাথে কথা বলতে পেরেছি।

প্লিজ,একটি বার আমায় সুযোগ দিয়ে দেখো।আগলে রাখবো আমার বুকের মাঝে,কষ্ট পেতে দেবনা কখনো।তোমার কষ্টকে আপন করে নেব।আমার সবটুকু দিয়ে তোমাকে খুশি করার চেষ্টা করবো।প্লিজ,একবার সুযোগ দিয়ে দেখো।

ইতি

তোমার অপ্রিয়,

হারানোর দরবারে বসে ক্রীতদাসের হাসি হাসে

 

লেখক: তানজিম

যার উদ্দেশ্যে লেখা: মো:শিপন

2434 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail