প্রিয় চিত্র শিল্পী,
কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি ভাবছেন, কে বারবার বিরক্ত করতে আসে।
আমি কে? তাইতো, তবে আজ বলি , আপনার সাথে আমার পরিচয় মানে আপনার আঁকা দেখে আমার খুব ভালো লেগেছে। সেখান থেকে আপনাকে ফলো করেছি। আপনার আঁকা দেখে মুগ্ধ হই বারবার। তাই যখন এখানে দেখলাম চিঠি লিখার বিষয়, ভাবলাম আপনাকে লিখি। আর তাই বারবার বিরক্ত করতে চলে আসি।
আজ পর্যন্ত তো আপনার ফেন্ড ও হতে পারলাম না। হুম জানি অনেক ভালো আঁকান, ডাক্তার অনেক বেশি ব্যস্ত । তাই বলে এত ভাব কেন?😏 আপনার এত সুন্দর সুন্দর আঁকা দেখে আবার চিঠি লিখতে আসলাম। অভিনন্দন আট একজিবিশন সুন্দর হয়েছে আরও সব অর্জন জন্য।
ভালো থাকবেন সবসময়। শুভ কামনা। শুভ রাত্রি 👻।
অপরিচিতা।
বি.দ্র: যাকে তাকে অপরিচিতা মনে করবেন না।কষ্ট লাগে ভুল বুঝলে 😶
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
