Article

(#49) একবুক আশা নিয়ে তোমার টাইমলাইনে গেছিলাম কিন্তু ফিরে এসেছি এক পৃথিবী শূন্যতা নিয়ে

Mr. অধৈর্য্য,

“তুমি চাইলে হিজলের ফুল, ওপারের সাদা কাশ
অতীত হবে তোমাকে না পাওয়া আমার দীর্ঘশ্বাস”

তুমি খুব ভালো করেই জানো, আমি তোমাকে ভালোবাসি আর রাগের মাথায় অনেক কিছু বলি ঠিকই কিন্তু অনুপস্থিতি আমাকে বড্ড বেশি অগোছালো করে তোলে! এতোটা এলোমেলো হয়ে যাই আমি যা কখনোই তোমাকে খুব করে বুঝাতে পারবো না। হ্যা দোষ তোমার না, তোমাকে ভালোবাসার দায় একান্তই আমার নিজের। আমাকে ভাঙতে পারবে তুমি কারণ আমি নিজেই নিজের অজান্তে তোমার প্রতি দুর্বল।
কালকের পরে তোমাকে আজই এমন খোলা চিঠি লিখতে বসতে হবে আমায় তা ভাবিনি, এতো ভনিতা না করে তাই আসল কথায় আসি –
একবুক আশা নিয়ে তোমার টাইমলাইনে গেছিলাম কিন্তু ফিরে এসেছি এক পৃথিবী শূন্যতা নিয়ে কারণ তোমার প্রফাইল লক করা! তুমি আমাকে এড়াতে চাইছো। অবশ্য আমাকে ব্লক করার পরেই বুঝা উচিৎ ছিল। তবে তুমিতো জানতে আমি তোমাকে চোখের আড়াল করবো না, সার্চ লিস্টে রাখবো।

তারপরেও তোমার এই ব্যবহারে এটাই প্রমানিত হয় তোমার টাইমলাইনে আমার এই অযাচিত অনুপ্রবেশে তুমি যারপরনাই বিরক্ত হয়েছো। আমাকে রূঢ় ভাষায় চলে যেতে বলতে তোমার হয়তো ভদ্রতায় বেঁধেছে তাই অনিচ্ছায় আড়াল করছো নিজেকে। ভাবনাটি আমাকে প্রচন্ডভাবে বিচলিত করেছে। আচ্ছা, তোমার টাইমলাইনে আমার নোংরা অনুপ্রবেশ কি তোমায় খুব বিব্রত করছে অথবা তোমার পোষ্টগুলো মাধুর্য হারাচ্ছে এমন কোনো বিষয়???? তাহলে আমাকে বলেই দিতে আর এসো না। আমি সত্যি যেতাম না!

দৃষ্টির আড়াল হলেই কি তাকে দূরত্ব বলে দেওয়া যায় প্রিয় ? ভুলে গেছি, ভুলে যাচ্ছি বলেও তো রোজ নিয়ম করেই মনে রাখছি তোমায়! আচ্ছা, আমার এই নিষ্পাপ নিখাদ ভালোবাসার অভাব একদিন পোড়াবে নাতো তোমায়??

মনে রেখো, প্রাক্তন কখনোই প্রিয়জন হয়না কারণ সে যদি প্রিয়জনই হতো তাহলে কখনো প্রাক্তন হতোনা। আর ছেড়ে যাওয়া মানুষটার জন্য যে তুমি পাশে থাকতে চাওয়া মানুষটাকে অবহেলা করছো কষ্ট দিচ্ছো এটা অমানবিক। তুমিহীনতায় শ্বাস আটকে গেলেও আজ শুধু একটা কথাই বলবো তোমায়

” তোমার কাছে সেসব কিছুই মেকি, আমার সেটা জীবন্ত এক ঘর,
তোমার থেকে ঠিক ততোটাই দূরে আমরা দুজন ভীষণরকম পর “

 

ইতি –
তোমার অবহেলা ❤

 

 

লেখক: শিশির

যার উদ্দেশ্যে লেখা: Mr.অধৈর্য্য

2510 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail