প্রিয় চিত্র শিল্পী,
কেমন আছেন? আশা করি বরাবর মত ভালোই আছেন। অনেক দিন পর আবার বিরক্ত করতে আসলাম। পূজা কেমন কাটলো আপনার। আপনি তো যদিও অনেক ব্যস্ত তবুও। পূজা দিন গুলো কাছের মানুষ গুলো সাথে আনন্দে কেমন কাটছে? আশা করি অনেক ভাল কাটছে দিন গুলো। অনেক দিন হল আপনার কোন আঁকা ছবি দেখতে পাচ্ছি না। খুব বেশি ব্যস্ত দিন কাটছে সম্ভবত। শুভ বিজয়া। শুভেচ্ছা নিবেন। আশা করি সামনে বছর পূজা নতুন মানুষের সাথে ছবি দেখতে পাব। নিজের খেয়াল রাখবেন। ভালো থাকবেন।
শুভ রাত্রি।
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
