Article

(#51) তোমার সেই মিছে মিছে ভালোবাসাটাই আমার কাছে অনেক কিছু

হে প্রিয়

কেমন আছ?আশা করি ভালো আছ,ভালো থাকার কথা কারণ এখন তো আর কেউ জ্বালায় না তাই না।
জানো অনেক ভালোবেসেছিলাম তোমাকে।কিন্তু তুমি তা কখনো বুঝনি,বুঝবে বা কেমন করে তুমি তো আমাকে ভালোবাসনি।যদি ভালোবাসতে তাহলে এত কষ্টের তুষার পাহাড় গুলো আমার মাথার উপর ঠেলে দিয়ে ঘন কালো আধাঁরে এভাবে পেলে রেখে চলে যেতনা।আমিতো তোমাকে ভালোবেসেছিলাম,ছেড়ে চলে তো যায়নি।কিন্তু তুমি আমাকে কষ্ট দিয়ে এভাবে ছেড়ে চলে গেলে কেন।এমন অনাকাঙ্ক্ষিত হাহাকার ভরা একটা জীবন আমাকে কেন দিলে।আমার এমন কী অপরাদ ছিল,আজ ও জানতে পারিনি।সত্যি করে বলোতো তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে,নাকি মিথ্যা ভালোবাসার মায়া জালে পেলে এতদিন আমার সাথে অভিনয় করছো।তবে কী তোমাকে ভালোবাসাটা আমার অপরাদ ছিল।অনেকবার বোঝাতে চেয়েছ যাতে তোমাকে ভুলে যায়,কিন্তু আমি ভুলতে পারিনি,আর ভুলব বা কেমন করে সত্যি ভালোবেসেছিল তো।তোমাকে ভালোবাসার আগে জানতাম না স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি,মানুষ কেন এত কষ্ট পায় স্বপ্ন ভেঙ্গে গেলে,আর জানবো কেমন করে,তোমার আগে অন্য কাউকে নিয়ে এত স্বপ্ন দেখিনি।তুমি ভালোবেসে যে কষ্ট দিয়েছ তা হয়তো একজন সত্যিকারের ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে কখনো দেয়না।আসলে তোমার ভালোবাসার প্রতিধান দেওয়ার ধরন এমন তাই না।আজ তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে,তুমি কখনো কারোর স্বপ্ন হওয়ার ইচ্ছা করোনা।কেন জানো?কারণ তুমি স্বপ্ন ভাঙ্গতে জানো,কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে জানোনা।তাই অনুরুধ করি কারোর স্বপ্ন আর মন নিয়ে খেলা করোনা।কারণ তুমি বোঝনা মন ভাঙ্গার কষ্ট কতটা।তুমি কী জানো আজ আমার প্রতিটা কষ্ট কোন এক সময় এক এক টা প্রহর শুধু স্বপ্ন ছিল,জানোনা।তুমি বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি এখন ভালো নেয়,ভালো থাকবো কী করে তুমি তো আমাকে ভালো থাকতে দাওনি।যাক সবটা হলো সময়ের খেলা,মাঝে মাঝে অবাক দৃষ্টিতে তাকিয়ে ভাবি,যে মানুষটি আমাকে প্রতিদিন দেখতে চাইতো আজ তার কাছে হয়তো আমি বিরক্তিকর ছাড়া আর কিছুইনা।সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয়ে যায়,আপন মানুষটি ও।নতুন করে তার জীবন এ কাউকে পেলে পুরানু সেই মানুষটাকে ভুলে যায়।তখন সে একবার ও ভাবেনা তার এই ভুলে যাওয়া সেই পুরানু মানুষটি কতটা কষ্ট পাচ্ছে কতটা চোখে জল পেলছে তাকে মনে করে।শুধু একটাই কথা মনে রেখ আমার সত্যিকারের ভালোবাসা হয়তো তোমার কাছে কিছু ছিল না।কিন্তু তোমার সেই মিছে মিছে ভালোবাসাটাই আমার কাছে অনেক কিছু।তোমাকে আমি ভুলতে পারবোনা,আর ভালোবাসতে তো কোনো মানা নেয়,তাই না হয় দূর থেকে ভালোবেসে কাটিয়ে দিলাম।

ভালো থেকো আমার কাছের মানুষ,
অনেক অনেক ভালো থেকো

ইতি
তোমার কেউনা

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: মো:শিপন

2189 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail