প্রিয়া..
তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নটাকেই আমি যেন কবে স্বপ্ন করে ফেললাম। এ স্বপ্ন তাই আর বাস্তবে পাবার ইচ্ছে হয়না।কিছু কিছু জিনিস হয়তো স্বপ্নেই সুন্দর বলে ভালো থাকবে হয়তোবা তবে আছো কিনা নিশ্চিতভাবে জানি না।
আমি ভালো আছি জেনে নাও। জানালার ঠিক পাশেই সদ্য আমগাছে মুকুল দেয়া দৃশ্যটায় চোখ পড়লেই দেখি হালকা সবুজভাব মুকুলগুলো খুব দ্রুতই সোনালী হয়ে গেছে।সময়টা একটু তাড়াতাড়ি ই চলে যাচ্ছে মনে হয়।
দ্রুততার সময়….দ্রুততার সময়….এবং ব্যাস্ততার সময়। প্রায় ভাবি হুট করে তোমার প্রেমে পড়ার সময়টাও খুব দ্রুত ছিল। অথছ ব্যাস্ততার দোহাই দিয়ে ভুলতে চাইবার সময়টা কেন জানি বের করতেই পারছিনা।
মাঝেমাঝে আনমনেই কল্পনায় তাই তোমাকে প্রশ্ন করি “আচ্ছা তুমি কি জানো তুমি এ ছেলেটার চোখের প্রথম ও শেষ অভিমানী?? “”
যদি জানো তবে খোলা চোখে কখনো আকাশ রেখ আমার চোখে। দেখবে একটুকরো মেঘ সবসময় তোমার জন্য তোলা আছে তোমাকে পাবার সুখে কিংবা না পাবার অসুখে।
ইতি…
আমি
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাদিয়া
