Article

(#56) তোমার সাথে কি আমার দেখা হবে? তুমি কি আমাকে ভুলে গেছো?

প্রিয় প্রাক্তন,

ভীষণ মনে পড়ে তোমাকে। তোমার শব্দগুলা শোনা হয় না কতদিন ধরে। দেখা হয় না, ছোঁয়া হয় না। কিন্তু স্পষ্ট তোমার অনুভূতি আমায় ছুয়ে যায় প্রতিনিয়ত। বারবার ভাবি আমার শব্দ শুনে কি তুমি চমকাবে? তোমার সাথে কি আমার দেখা হবে? তুমি কি আমাকে ভুলে গেছো? প্রশ্নগুলির সম্মুখীন হতে হতে আমি ক্লান্ত।

কান পেতে থাকি না আর ফোনে। কেউ বলে না এত পাগল হলে কেমনে হবে? আমি আশা ছেড়ে দিলেও হতচ্ছাড়া মন তোমাকে পাওয়ার ব্যাকুলতা প্রকাশ করে এখনো! আমার মাঝে মাঝে তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কেন করলে এমন? যদি পুরোটা পথ না হাটার মানসিকতা ছিল তাহলে কেন পথে সংগী করেছিলে? কেন অন্য ছেলেদের সাথে কথা বললে রিয়াক্ট করতে? এখন কই গেল তোমার এত কনজারভেটিভ মনোভাব? আমার খুব জানতে ইচ্ছে করে, আমি মনে আসলে কি দিয়ে বোঝাও তোমার নিজের মনকে? তুমি কি পুরো না?তুমি কি মানুষ না? নিজের কাছে নিজেকে মিথ্যাবাদী লাগেনা? বেইমান ভাবতে কি খারাপ লাগে না তোমার?

আমি প্রচন্ড অভিমানী, সেটা তোমার থেকে আর কেউ বেশি জানতো না! তারপরও জন্মান্তরের একরাশ ক্ষোভ আর নিরাশা দিয়ে কিভাবে পারছ খেতে, বসতে, ভাবতে, শুতে? কাউকে নির্ঘুম রাত দিয়ে আসলেই কি কেউ অঘোরে ঘুমাতে পারে? না কি ভালোবাসনি কোনদিন! সত্তিকারের ভালোবাসলে মানুষকি এতটা নির্দয় হতে পারে? ভালোবাসা তো দুইটা হৃদয়ের বন্ধন! আমাদের ভালোবাসায় কেন একটা হৃদয় পুড়ছে?যার পোড়া গন্ধ তোমার নাক অবধি যাচ্ছে না!

ইতি,
তোমার কেউ না

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: মো:শিপন

2501 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail