Article

(#57) আমি কোন কিছু ভুলিনাই হয়তো কখনো ভুলতে আর পারবো ও না।

আসসালামুলাইকু,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল। Happy Frist Marriage Anniversar.অনেক সুখী হও জীবনে। কি বলবো আমার জানা নে! তবে হয়তো ভাববে আমি অনেক একটা বেহায়া মেয়ে,,, এতো কিছুর পরো ও তোমাকে কেন বিরক্ত করি। ভাবতে পারো তাতে আমার কিছু যায় আসে না।
তোমার মনে নেই হয়তো একটা সময় আমি অনেক বলতাম যদি কোনোদিন আমাকে ছেড়ে চলেযাও তাহলে কি আমাকে ভুলে যাবে? বা যোগাযোগ করবে? তুমি বলতে কখনো না তোমাকে ভুলা যাবে না আর যোগাযোগ থাকবে ইনশাআল্লা। তবে তুমি হয়তো সব ভুলে গেছো বাকি অন্য সব কথার মতো করে।
আমি কোন কিছু ভুলিনাই হয়তো কখনো ভুলতে আর পারবো ও না। তোমার সাথে হয়তো আমার আর কোনদিনও দেখা হবে না।আমাদের শেষ হয়তো আর হবেও না। তাই তোমারজন্য সব সময় নামাজ শেষ আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালোথেকো আর সুস্থ থেকো সব সময়। আর পরোকালে আল্লাহ তোমাকে দেখার সুযোগ যাতে করে দেয়।
তানভীর সব সময় ভালো থেকো আর নামাজ পড়ো,, আর বাজে নেশা করো না। আর পারলে আমার জন্য দোয়া করো। আমাকে ক্ষমা করে দিও।কারণ তোমাকে ভুলে যাওয়া সম্ভব না। ভালো থাকো বুড়া।

ইতি
বিথী।

 

লেখকের নাম: বিথী মৃধা

যার উদ্দেশ্যে লেখা: ওমর ফারুক তানভীর 

cool good eh love2 cute confused notgood numb disgusting fail