Article

(#58) যদি কোনোদিন ইচ্ছে হয় তাহলে ফিরে এসো আমার হৃদয়ের ছোট্ট কুঁড়েঘরটায়

প্রিয়,

একটা সম্পর্ক,সত্যি ভালোবাসা,প্রিয় মানুষের যত্ন, caring,এসব যেমন একটা মানুষের জীবনটা সুন্দর করে গুছিয়ে দেয়।পাশে থেকে আগলে রেখে আশা ভরসা, প্রতিশ্রুতি গুলো আত্মনির্ভরশীল করে তোলে। ঠিক তেমনই প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া অবহেলা, দূরত্ব একটা মানুষের সারাজীবনে আধার নিয়ে আসতে পারে। মানুষটাকে ধ্বংসের পথ দেখিয়ে দিতে পারে। আর আমরা বেহায়ার মতো সেই মানুষটারই অপেক্ষায় থাকি। ভাবতে থাকি,সে ফিরে আসবে। আবার আগের মতো জরিয়ে ধরবে, কাঁধে মাথা রাখার জায়গা দিবে। আবার হয়তো দুজন মিলে খোলা আকাশের নিচে দুজনার হাত শক্ত করে ধরে পাশাপাশি হাটবো। হুটতোলা রিকসায় বসে পুরো শহর ঘুরে বেড়াব। আবার সেই মানুষটা আগের মতো করে আমার দিকে তাকিয়ে থাকবে, আর আমি ঠিক আগের মতোই লজ্জায় মুখ লুকাবো। আবার আগের মতো সেই মানুষটা করা শাসন আর ঐতিহাসিক আদর দিয়ে ভুলগুলো শুধরে দিয়ে কাছে টেনে নিবে। আগের চেয়ে হয়তো ভালোবাসা বেড়ে যাবে। যত্নগুলো মধুর হবে। আদরগুলো মন এবং শরীরকে সতেজ করে তুলবে। আবার হয়তো আগের মতো করে সেই মানুষটা বলবে, “ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি।কথা দিলাম সারাজীবন তোমার পাশে থাকবো।কখনো তোমাকে একলা করে দিব না,কথা দিচ্ছি পাগলী।” দুঃখিত। আসলে বাস্তব জীবনে এগুলো কল্পনাই রয়ে যাবে।কারণ অভিমান, রাগ,জেদ,ঘৃণা এগুলোই যে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসার চাইতে।💔💔 তবুও কেন জানি অপেক্ষা করতেই ভালো লাগে। যদি কোনোদিন ইচ্ছে হয় তাহলে ফিরে এসো আমার হৃদয়ের ছোট্ট কুঁড়েঘরটায়।।তবে দেরি করো না প্রিয়,যদি চলে যাই অনেক দূরে। পাবে নাকো কোথাও আমায় খুঁজে। 💔

 

ইতি,

তোমার পাগলী

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: রাসেল

2484 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail