প্রিয় চঞ্চল,
আমি তোমাকে ক্ষমা করতে পারবো না এটা যেমন সত্যি ঠিক তেমনি এই অবস্থাটা সহ্য করার ক্ষমতাও আমার নাই।আমি সত্যি তোমার এই রূপটা নিতে পারছি না আর আজকেও তুমি আমাকে কষ্ট দিয়েছো। আমি নিতে পারছি না। মাথা কাজ করছে না। আমার কিছু হয়ে গেলে সবার মতো তোমার কাছেও একই আর্জি আমার আল্লাহকে বলো আমায় যেনো কম কষ্ট দেওয়া হয় কারণ তুমি এই পৃথিবীতে আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছো।
আগে এই সত্যিটা বললে হয়তো আমি বেঁচে যেতাম! আমার কষ্ট হচ্ছে খুব।
লেখকের নাম: Shishir
যার উদ্দেশ্যে লেখা: চঞ্চল
