কুত্তু ;
জানি না এই লিখা তুমি দেখবে কি না!!! তোমার সাথে অনেক অভিমান আমার৷ যদিও তুমি কখনই বুঝতে পার নি৷। তুমি আমার আমি এটা ভেবেই খুশি৷ শুধু তোমার একটু সময় আমার কাছে খুব মুল্লবান । তুমি অনেক ভালো একজন মানুষ৷ তুমি না থাকলে বুঝতাম ই না ভালবাসা এতটা সুন্দর হতে পারে। তোমাকে প্রতিদিনই লিখি কিন্তু আজকে ভিন্ন ভাবে লিখলাম। যদিও গুছিয়ে লিখতে পারব না জানি৷ তোমার কাছে কিছু পাওয়া বাকি নেই। সুধু যেমন আছো এমনই থেকো মাঝে মাঝে তোমার কিছু কথা খুব খারাপ লাগে।। কতবার বুঝাতে চেয়েছিলাম হয়ত আমি বুঝাতে পারি নি। আমি অপেক্ষা করে আছি একদিন তুমি বুঝবে আমি কি চাই। বুঝবে আমি কতটা ভালবাশি তোমাকে 🙂।।।। অনেক ঝামেলা করি আমি বিরক্ত করি তোমাকে তাই না? অনেক বাইনা করি৷ তুমি ছাড়া আর কথায় বা জাব বল!!!! আমাকে আমার মতো করে ভালবাসা দিও একটু 🥰
তোমার প্রতিটি মেসেজ কল আমার কাছে খুব আনন্দের 😍 আমি অপেক্ষা করে থাকি।।
ঈদ এ এবার দেখা হবে না। কিন্তু ইনশাআললহ কোন এক ঈদ আমরা এক সাথে করবো 🥰
দেখা করতে আসার সময় আমার জন্যে আচার আর আইস ক্রিম নিয়ে আসবা কিন্তু 🙄।
ভালবাসি তোমাকে অনেক ”কুত্তু”
চলো নতুন করে শুরু করি 🙂
আবার সেই দিন গুলো পেতে চাই ভালো থাকো 🙂
লেখকের নাম: তোমার প্রজাপতি
যার উদ্দেশ্যে লেখা: কুত্তু
