আমিতো জানি আমার কুত্তিতা আমাকে কতগুলো ভালোবাসে। আমার টাইম, আমার টেক্সট, আমার কল এর জন্য মানুষ কতটা পাগল তাও আমি জানি। তুমি আমার জন্য সবসময় ওয়েট কর এটাও আমি জানি। কিন্তু আমি তো একটা কুত্তা 🐕। আমি বেশি বেশি রিয়েক্ট করি কারনে অকারনে..
আমি যত যাই করিনা কেনো,যাই বলিনা কেন তুমিও জানা তুমি আমার কতটা কি
আমি তোমকে কত বেশি চাই,কত বেশি ভালোবাসি তুমি তাও জানো
. আমি বকা দিব,ঝগড়া করবো, রাগ হব আবার আমিই কাছে টেনে আদোর দিবো 😡।।আমি ব্লক দিব আলফ্রেড করবো আবার আমি ই কল দিয়ে ঢং করবো 🙋♂️
তুমি আমার মেঘলা আকাশের একটাই চাঁদ 🌃…
তুমি আমার মনের আকাশে বৃষ্টি ভেজা রাত 🌆
তুমি আমার আধার রাতের প্রদিপ জালানি আলো
তুমি আমার জীবন সাথি অনেক বাসি ভালো 👩❤️💋👨
ইতি
তোমার কত্তু🐈
লেখকের নাম: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: আমার প্রজাপতি
