কিরে, কি করছিস? আমি দ্যাখ এখান থেকে ম্যাসেজ করছি, পেজ থেকে। আমাকে দ্যাখাবি কি ম্যাসেজ এলো। আর মা দ্যাখ আজ পাকোড়া করেছে। তুই একাই খেয়ে নিস না। আমাকেও দিবি। রান্নাঘরে চোরের মত ঢুকছিস কেন? মা’কে বলছি দারা এখনি। তোর ল্যাপটপটা আমি নিয়ে নিব। দেখবি তখন মজা। তাই বলছি এখনি দিয়ে দে। না হয় ভাল হবেনা। .besi ekbare..
লেখক: Pallabi
যার উদ্দেশ্যে লেখা: Prasen
