Article

(#72) কাউকে ভালোলাগাটা স্বাভাবিক, তবে তোমাকেই কেনো ভালো লেগে গেল বুঝলাম না।

“বর্ষনকে চিঠি লিখবো, লিখবো করে লেখা হয়নি। বর্ষা পেরিয়ে শরৎ, হেমন্তের পর শীতও চলে এসেছে। আনন্দের ব্যাপার দেরিতে ঘটা ভালো। তাই না?

সত্যি বলতে একটুও ধৈর্য নেই গুছিয়ে কাব্যরস লেখার। পরীক্ষার কারণে কনফেশনটা এতদিন স্টক করে রেখেছিলাম। আর দিয়েও বা কি হবে জানি না।

যাইহোক, কাউকে ভালোলাগাটা স্বাভাবিক, তবে তোমাকেই কেনো ভালো লেগে গেল বুঝলাম না। তোমাকে কলেজে প্রথম যেদিন দেখেছিলাম ভেবেছিলাম এ আবার কেমন রোবোটিক টাইপ ছেলে। তারপর থেকে তো আমি তোমার সাথে মোটামোটি একটা ঝগড়া ঝগড়া মুডেই থাকতাম। যদিওবা তুমি ঝগড়া করতে না। সবসময় তোমাকে এটা সেটা বলতেই থাকতাম। সেগুলো হয়তো এখন বলি না। এইসব দুষ্টুমি করতে করতে কখন যে তোমাকে ভালো লেগে গেল বুঝলাম না। তারপর একদিনের কথা তোমার হয়তো মনে নেই আর মনে না থাকাটাই স্বাভাবিক। আমার প্রতি তোমার ওই কেয়ার টুকু দেখে আমি ওইদিন রিয়েলাইজ করলাম I’m in love with you…….

ভালোবাসি তোমাকে। মনের অজান্তেই ভালোবেসে ফেললাম। আমি না কখনো কাউকে এভাবে মনের কথা বলি নি। তাই জানিও না কিভাবে বলতে হয়। হয়তো আমার কথাগুলো অগোছালো। ভেবেছিলাম ফেসবুকেই মনের কথা জানাবো। কিন্তু সাহস হয়ে ওঠেনি। তাই এই কনফেশনের মাধ্যমে জানিয়ে দিলাম। কোনোদিন সাহস হলে কথাগুলো না হয় একদিন সামনাসামনিই বলবো।

আমি জানি না তোমার কোনো প্রিয় মানুষ আছে কিনা। তাছাড়া আমাকে তোমার ভালো নাই লাগতে পারে। কিন্তু দূর থেকে ভালোবাসতে তো কোনো বাধা নেই।

জানি, এমন কথায় সিম্প্যাথী,এটেনশন বা তোমার মন গলে যাবে এমনটা আশা করা বোকামি। যাইহোক নির্ভয় দিলে প্রকাশ্যে আসলেও আসতে পারি। আর নেগেটিভ রিয়েকশন পেলে আসবো না।

এমন রসকষহীন কনফেশনের জন্য আন্তরিক ভাবে দুঃখিত।
ALWAYS BE HAPPY………. ❤️”

 

লেখক: Puja

যার উদ্দেশ্যে লেখা: Amit

2579 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail