Article

(#74) আমাকে কষ্ট দিবা তার থেকে দিগুণ কষ্ট তুমি উপভোগ করবা

আমি তোমাকে বিয়ে করে ছিলাম আমার সব অতীত জানিয়ে, তখন তুমি সব জেনেও আমাকে বিয়ে করেছো।কিন্তু আমি তোমাকে চিনতে অনেকটাই ভুল করেছি।আর চিনবো বা কি করে।তোমার আগের রুপ দেখলেতো মনে হতো কখনো ঠকাবেনা।কিন্তু তুমি আমাকে সবকিছুতেই ঠকাও।তোমার প্রতিটা কথায় ঠকিয়েছো।বলো একটা করো একটা।কিন্তু লাভ কি।তুমি আমাকে কষ্ট দিবা তার থেকে দিগুণ কষ্ট তুমি উপভোগ করবা।তুমি যদি মনে করো আমি তোমার কাছে মূল্যহীন, তাহলে নিজেকে সরিয়ে নাও। তাও আমার জীবন নষ্ট কোরনা।একটা মেয়ে বিয়ের পর স্বামীর পরিচয় নিয়ে চলে।কিন্তু সেই ভাগ্য আমার নাই।আমি বদলে যাবো।এটাই স্বাভাবিক, বেশি কিছু লিখবোনা।

 

লেখক: Rubina

যার উদ্দেশ্যে লেখা: Shahadat hossain Raju

2488 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail