লিখার শুরুতেই ক্ষমাপ্রার্থী আমি কারণ অনেকটা বাধ্য হয়েই লিখতে হচ্ছে আমাকে।
বরাবরের মতোই তোমার শূন্যতায় শূন্যস্থান শূন্য! ভীষণ দম বন্ধ করা যন্ত্রণা হচ্ছে আমার। তুমি আমার মৃত্যুর মতো নিশ্চিত তবু তোমাকে কতো দ্বিধাহীন ভালোবেসে যাই।
আমার ভালোবাসা তোমার কাছে মূল্যহীণ হতেই পারে তাতে আমার আক্ষেপ নেই কারণ আমি এতোকিছুর পরেও তোমাকে ভালোবাসতে পারছি কোনোরকম ঘৃণা ছাড়াই।
দেখো, আমি রোজ একটু একটু মরে যাচ্ছি এটা নিয়ে কোনো অভিযোগ নেই তোমার প্রতি তবে তোমার কাছে আমার একটা ছোট্ট চাওয়া আছে।
আমাকে একটু সময় দিবা???৫মিনিট,একটা বার,একটা শুধুমাত্র একটাবার??তোমার সাথে আমার কোনো সুন্দর ছবি নেই আমারে একটা ছবি দিবা???তোমার সাথে আমার একটা সুন্দর ছবির বড্ড অভাব অনুভব করি আজকাল।জীবনের এই মূহুর্তে এসে এমন একটা আবদার হয়তো বড্ড বেমানান কিন্তু তাও প্লিজ!
দেখো,এইটুক বিশ্বাস করো তোমাকে বলীর পাঠা করতে তোমার বর্তমান / ভবিষ্যৎ জীবনে কাটা হতে এই ছবি চাচ্ছি এমন না বিষয়টা।আমার বড্ড আক্ষেপ একটা ছবির।
আমি তুমি আমরা সবাই জানবো ছবিটা ফেইক কিন্তু ফ্রেমটা বড়ো সত্যি আর পবিত্র মনে হবে অনেক সুখী একটা ভাইব দিবে এমন একটা ছবি।এইটুক চাওয়া তো পূরণ হতেই পারে বলো???
আমার জীবনের সবথেকে বড় না পাওয়া, অভাব তো তুমিই!এতোকিছুর পরেও এই অভাবটা আমাকে জীবনে সুখে থাকতে দিবে নাহ্!
আমার হাজার পূর্ণতা মূহুর্তে ঠুনকো হয়ে যায় তোমায় না পাওয়ার অপূর্ণতায়!
আর শুনোনা,ওইযে বলেছিলাম একটা শার্ট ৩/৪দিন একটানা পরে থাকবা ঘামে ভিজবে ওই একটা জামা দিবা???আমার বড্ড কষ্ট হয় শ্বাস নিতে। প্লিজ দিও।এইটুকুন তো দিতে পারো বলো 🙂
হয়তো আমার এই বিদঘুটে সময়টায় এসে তোমার কাছে আমার এটাই শেষ চাওয়া। তুমি চাইলে আমি কুরআন ছুঁয়ে শপথ করবো এইটুক পেয়ে গেলে আর কখনো তুমি আমার চিহ্ন ও খুঁজে পাবা না কোনো অযুহাতে।
জানিনা,পৌঁছাবে কিনা আমার লিখা তোমার কাছে যদি পৌঁছায় উত্তর দিও।Whatsapp টা এখনো তোমার একটা টেক্সট এর অপেক্ষায় রোজ চেক করি।
পাইনি আমি-
যা আমার পাওয়ার কথা ছিলো-
অপ্রাপ্তির নামে
তোমায় জড়িয়ে ধরা🖤
ইতি-
অভিশপ্ত আমি
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: Mr.অধৈর্য
