সাম্য,
বাধ্য হয়েই এই পথ বেছে নিলাম। তুমি অব্দি পৌঁছানোর সব রাস্তায় তো বিচ্ছেদ নামক শুয়োরের বাচ্চাটা কারফিউ বসিয়েছে।জানিনা আদৌ তুমি পড়বা কিনা পড়লেও হয়তো খুব বিরক্ত হবা।
সাম্য মনে পড়ে কতো তোয়াজ করে রাতের পর রাত, দিনের পর দিন কতো কথা,শব্দ আর গল্প দিয়ে আমাদের সম্পর্ক টা শুরু হয়েছিলে।আমি তেমনি ভালোবাসি তোমায় অথচ তুমি আমাকে ছেড়ে চলে গেছো।সাম্য দিনের পর দিন আমি তোমার জীবনকে কন্ট্রোল করতে চাইনি যা যা মানা করেছি আমাদের ভালোর জন্য করেছিলাম।দিনের পর দিন যখন আগের তোমাকে আমি পাইনি তখন আমি এমন পাগল হয়ে উঠেছিলাম।জানো সাম্য তোমার খারাপ কখনো চাইনি সব কিছুর বিনিময়ে তোমাকে আমার জীবনে রাখতে চেয়েছি।জানো সাম্য ৪৮টা ঘন্টা পাড় হয়ে গেছে আমি ঘুমাইনি মাথা কাজ করছে না।বুকের ভেতর দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। তুমি তো জানতা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তাও এভাবে আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নিলে???আমি তো সবটা মেনে নিয়ে ক্ষমা চেয়ে তোমার বন্ধক বৃত্তে গিয়ে নিজেকে দাঁড় করিয়েছিলাম কিন্তু তুমি নিজের ছায়াটাকেও দূরে সরিয়ে নিলে। সাম্য আমাকে দেয়া সব কথা তুমি ভুলে গেছো??একটুও মনে পড়েনা আমাকে??আমার স্পর্শ, গন্ধ কিচ্ছু না???সাম্য আমি না পারছি না সোনা বিশ্বাস করো।প্লিজ আমাকে এতো বড় শাস্তি দিও না।আমি সবটা ঠিক করে দিবো একটা বার আমাকে মাফ করে দাও।সাম্য আমি তোমাকে ছাড়া ক্যামনে থাকবো????সাম্য তুমি যা যা বলবা আমি সবটা করবো বাট প্লিজ এতোটা নির্দয় হইয়ো না আমার প্রতি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
প্লিজ সাম্য আমরা তো কেউ কাউকে কোনোদিন ছেড়ে না যেয়ে সারাজীবন একসাথে কাটাবো বলে প্রমিজ করছি প্লিজ আমাদের সম্পর্ক টা শেষ করে দিওনা।আমি তোমাকে ছাড়া একটুও ভালো নাই।প্লিজ সাম্য আমি ভুল করসি তাই এতো বড় শাস্তি দিও না আমাকে।মাফ করে দাও।আমি তোমার জন্য অপেক্ষা করছি জানিনা এই অপেক্ষা কখনো শেষ হবে কিনা তবে তোমাকে ছাড়া আমি শেষ হয়ে যাচ্ছি।
খুব ভালো থাকবা ছাড়া???কোনোদিন আমার কথা ভুল করেও মনে হবে না তোমার???প্লিজ আর কষ্ট দিও না আমাকে।প্লিজ সাম্য আমার দম বন্ধ লাগছে।একটা বার এসে আমাকে একটু শক্ত করে জড়ায় ধরবা প্লিজ??? আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া। প্লিজ ফিরে আসো প্লিজ।আমি আর কোনো ভুল করবো না আল্লাহর কসম।
[চিঠিটি আপনার জন্য ক্ষতিকর মনে হলে চিঠিটি মুছে ফেলতে দ্রুত যে নম্বরে SMS পেয়েছেন সে নম্বরটি থেকে “Urochithi Delete চিঠির নম্বর” লিখে ম্যাসেজ করুন 01734546179 নম্বরে। যেমনঃ Urochithi Delete 77 (আপনার চিঠির নম্বর)অবশ্যই যে নম্বরে SMS পেয়েছেন সে নম্বরটি থেকেই SMS করতে হবে। অথবা Whatsapp করতে পারেন +14842900002 নম্বরে]
লেখক: শিশির
যার উদ্দেশ্যে লেখা: সাম্য