Article

(#78) শীতের ঠান্ডা বাতাস আজোও আমাদের খুনসুটি মিস করে

“প্রিয়,,
আসসালামু য়ালাইকুম। কেমন আছো সেটা জানতে চাইবো না কারণ আমি জানিই যে তুমি কেমন আছো।ভাবতে পারো এইভাবে হঠাৎ করে চিঠি লেখার মানে টা কি,,,,,,। মানেটা হচ্ছে, আজকে খুব বেশি/খুবোই বেশি মনে পড়ছে তোমার কথা।🥰🥰.●🦋‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ღ᭄””দুরত্ব!🦋!কখনো সম্পর্ক!!🥀আলাদা!!করতে!!♥পারে!!নাহ্!!সময়!!💚কখনো!!সম্পর্ক!♥!তৈরি!!করে!!নাহ্!ღ۵🥰࿐”” __ღ᭄””যদি!!🦋মনের!!অনুভূতি!!🌿ঠিক!!থাকে!!তাহলে!🌺! সম্পর্ক’টাও!!সারাজীবন!!ঠিক!🌿!থাকে°°ইনশাআল্লাহ🥰🥰🥰।╮/╱🌺🌿🌻╰🍁•••⊰❂⊱❤️_🥰যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টিছুঁয়ে দিতাম । চোখে জমা বিষাদটুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায়জড়িয়ে নিতে, কষ্ট আরপারতো না তোমায়অকারণে কষ্ট দিতে..!─༅༎•🌺🌸༅༎•─জান,, তোমার কি মনে আছে,সেই রাত গুলোর কথা,, শীতের রাত তিনটার সময় ,, ছাদের পাশের গাছগুলো, আকাশ, শীতের ঠান্ডা বাতাস আজোও আমাদের খুনসুটি মিস করে 🥰🥰🥰জান,, স্মৃতি গুলো মনে করে একটু মুচকি হেসে ঠোঁট এর এক কোণে ভাঁজ করে নিও,,আর প্রতিক্ষায় থেকো,, ইনশাআল্লাহ পূরণ হবে, তোমার আশা। আমার টেনশনে পড়াশোনার জেন এক বিন্দু পরিমাণ ক্ষতি না হয় 🥰🥰

ইতি,,,,,,
তোমার আকাশের চাঁদ ”

[চিঠিটি আপনার জন্য ক্ষতিকর মনে হলে চিঠিটি মুছে ফেলতে দ্রুত যে নম্বরে SMS পেয়েছেন সে নম্বরটি থেকে “Urochithi Delete চিঠির নম্বর” লিখে ম্যাসেজ করুন 01734546179 নম্বরে। যেমনঃ Urochithi Delete 78 (আপনার চিঠির নম্বর)অবশ্যই যে নম্বরে SMS পেয়েছেন সে নম্বরটি থেকেই SMS করতে হবে। অথবা Whatsapp করতে পারেন +14842900002 নম্বরে]

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: আশার অভিব্যক্তি

cool good eh love2 cute confused notgood numb disgusting fail